অন্যায়ের প্রতিবাদ করবই কোয়ান্টাম পল্লী বান্দরবনের লামায় অবস্থিত খুবই সুন্দর একটি জায়গা | বেশ কয়েকটি পাহাড় নিয়ে গড়ে উঠা এই পল্লী তে ৫০০ ছাত্রছাত্রী লেখাপড়া করে আর ৫০০ লোক এখানে কাজ করে | মনোরম সুন্দর পাহাড়ি পরিবেশে আছে সুন্দর কিছু হাতির মূর্তি আর বাধানো সিড়ি ও বাগান | থাকার জন্য আছে সুব্যবস্থা | কিভাবে যাবেন: উপায় ১ : ১) চট্টগ্রাম থেকে আমিরাবাদ, লোহাগাড়া, সাতকানিয়া বাস এ যেতে পারেন | বাস এ গেলে উঠতে হবে বহদ্দার হাত টার্মিনাল অথবা গরিব উল্লাহ শাহ মাজার(GEC মোড়) সংলগ্ন কাউন্টার থেকে |(2hr distance) ২) আমিরাবাদ থেকে CNG তে কেয়াজুপারা, লামা |(1hr distance) ৩) কেয়াজুপারা থেকে CNG তে কোয়ান্টাম পল্লী (abt 1.5km) | উপায় ২: ১) চট্টগ্রাম থেকে চকরিয়া বাস এ যেতে পারেন | বাস এ গেলে উঠতে হবে বহদ্দার হাত টার্মিনাল অথবা গরিব উল্লাহ শাহ মাজার(GEC মোড়) সংলগ্ন কাউন্টার থেকে |(3hr distance) ২) চকরিয়া থেকে বাস এ লামা বাজার (1hr distance)| ৩) লামা বাজার থেকে জীপ এ কেয়াজুপারা, লামা (2hr distance)| ৪) কেয়াজুপারা থেকে CNG তে কোয়ান্টাম পল্লী (abt 1.5km)| কি মনে হচ্ছে? উপায় ১ যাওয়াই সহজ | কিন্তু একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি উপায় ২ এ গেলে অনেক বেশি উপভোগ করবেন | কারণ চকরিয়া থেকে বাস এ লামা বাজার যাবার রোডটা অনেক adventureous | অনেক উচু রাস্তা দিয়ে যাবে বাস | তার উপর লামা বাজার এর পাশেই বয়ে গেছে খরস্রোতা মাতামুহুরী নদী | নদীর ওপার এ পাহাড় | অসাধারণ লাগে ওখানে বিকালে | আর লামা বাজার থেকে কেয়াজুপারা যাওয়ার জীপ journey অনেক thrilling (বিকেল ৫ টার পর লামা বাজার থেকে জীপ বন্ধ হয়ে যায়)| তবে থ্রিল টা উপভোগ করার জন্য জীপ এর সামনে বসা জরুরি ! ভালো কথা , কোয়ান্টাম পল্লী উন্মুক্ত থাকে রবিবার | তবে আপনি যদি ঢাকা অথবা চট্টগ্রাম এর কোয়ান্টাম অফিস থেকে permission নিয়ে যান তাহলে অন্য সময়ও ঢুকতে পারেন | অথবা কোনো কোয়ান্টাম memeber এর reference নিয়ে রাতে থাকতেও পারবেন সেখানে | লামায় কিন্তু এক কোয়ান্টাম পল্লী ছাড়া থাকার ভালো ব্যবস্থা নাই | লামা বাজার দু এক টা হোটেল আছে 'চলে যায়' এই মানের | আমার সাজেশন হচ্ছে , আপনি আমিরাবাদ হয়ে কোয়ান্টাম পল্লী যান, সেখান রাত কাটিয়ে কেয়াজুপারা পারা হয়ে লামা বাজার আসুন | লামা বাজার হতে বাস এ চকরিয়া আসুন | চকরিয়া থেকে রাত ৮ টা পর্যন্ত coxbazar আর চট্টগ্রাম এর বাস পাওয়া যাবে |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।