এবার বইমেলায় কোয়ান্টাম মেকানিক্স নামে জাফর ইকবালের অতিসহজসরল ভাষায় বাচ্চাদরে বুঝবার মত করে প্রকাশিত বইটি বেশ কাজের হয়েছে। কোয়ান্টাম সম্পর্কে মৌলিক ধারণা নেবার জন্য বইটি যথেস্ট।
সংক্ষেপে বলতে গেলে, পারমানবিক পর্যায়ে আমাদের এই ভৌত জগতটি, আমরা যতটা নিশ্চয়তামূলক বলে মনে করি, আদপে তা নয়। পারমানবিক পর্যায়ে এই ভৌত জগতটি একই সঙ্গে একাধিক সম্ভাবনা ধারণ করে। সেখানে একটি পরমানুর কোনো নিদির্স্ট মুহুর্তের অবস্থান নিশ্চয় করে বলা যায় না- শুধু বলা যায় ঐ মূহুর্তে পরমাণুটির কোন স্থানটিতে অবস্থান করার 'সম্ভাবনা", লক্ষ্য করুন "সম্ভাবনা"- সবেচেয়ে বেশী। এই "সম্ভাবনা" নির্ণয়ের বিদ্যাই হচ্ছে 'কোয়ান্টাম বলবিদ্যা"।
এ থেকে একটা বিতর্ক তৈরী হয় যে, পারমানবিক জগতের এই সামান্য অনিশ্চয়তা বৃহত্তর ভৌত জগতে বড় ধরনের বিকল্প সম্ভাবনা তৈরী করতে পারে কি-না। অর্থাৎ আমাদের এই বাস্তব জগতটিতে "চান্স" বা "দৈব" র একটি ভূমিকা আছে কি-না। ইত্যাদি..
ভালো থাকুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।