আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীর কাজ কাম, আর আমাদের মূল্যায়ন

মাটি উনি মিনিস্টার হয়ে করতেছেন রোড ইন্সপেক্টর এর কাজ - উদ্দেশ্য মিডিয়া কভারেজ , ভালই পাচ্ছেন সেটা । ফার্ম গেটে যাইয়া লোকজনরে গাড়ির জন্য অপেক্ষে করতে দেইখা BRTC কে ফোন করে বলতেছেন গাড়ি দিতে । মিডিয়া এইগুলা ছাপতেছে। এইটা ভাল, কিন্তু সমাধান না । উনি আমাদের ঢাকার ট্রাফিক জ্যামের সমাধানের জন্য কোনো মাস্টার প্লান করেছেন কিনা বা কোনো পদক্ষেপ নিছেন কিনা বলতে পারেন ? ভিক্ষুক এসে ভিক্ষা চাইল, আপনি তাকে ৫০০ টাকা দিলেন মিডিয়া ছাপলো আপনি মহান দানশীল , ভিক্ষুক ২ দিনে ৫০০ টাকা শেষ করে ৩য় দিনে আবার ভিক্ষা করতে বের হলো কিন্তু তখন মিডিয়া নাই, আপনে কিন্তু হিট ।

ভিক্ষুক কে যেন ভিক্ষা করতে না হয় তার কোনো প্লান বা ব্যবস্থা আপনি করে দিলেন না । আপনি ২৫০ টাকা দিয়ে একটা ফ্লাস্ক কিনে ২৫০ টাকা দিয়ে চা চিনি দুধ কিনে তাকে বলতে পারতেন এখন থেকে চা বেছে চলার চেষ্টা করবা - সেইটা হতো আসল নেতার কাজ । এক্ষেত্রে আপনি তাও নিজের পকেটের টাকা দিলেন কিন্তু ওবায়দুল কাদের জনগনের গাড়ি জনগনরে দিতে কইলো, ফাকে দিয়া মিডিয়া কভারেজ পাইলো। নেতা আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য থাকতে হবে। আবার নেতাদের মধ্যেও গ্রামের চেয়ারম্যান আর দেশের মন্ত্রীর চিন্তার মধ্যেও পার্থক্য থাকতে হবে ।

মন্ত্রীকে সাধারণ মানুষের মতো বা চেয়ারম্যানের মতো চিন্তা করলে মানাবে না । সিটি কর্পোরেশনের মেয়রের কাজ ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা না , কেমনে শহর বাসযোগ্য রাখা যায় সেইটার পরিকল্পনা করা । আমি চাই মন্ত্রী মন্ত্রীর কাজ করুক, ঝাড়ুদার ঝাড়ুদারের কাজ করুক । মন্ত্রী ঝাড়ুদারের কাজ করলো আর আমরা হাত তালি দিলাম এতে আমাদের স্থায়ী কোনো লাভ নাই । ফাকে দিয়া সরকারের বড় বড় অপরাধ ঢাকা পড়ে যাবে ।

সব সরকার ই তাদের খারাপ কাজ ঢাকতে ২/১ টা সস্তা জনপ্রিয়তার কাজ করে বা এমন কিছু মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করে। চিনির প্রলেপ যুক্ত বিষ। সরকারকে মূল্যায়ন করতে একটা মন্ত্রী কে দেখে মূল্যায়ন করা অনুচিত। সুরঞ্জিত, আবুলকে ঢাকতে ওবায়দুল কাদেরের মত ২/১ তা চিনির প্রলেপ সামনে রাখবে সবাই । বি এন পি যেমন ফখরুল ইসলামরে আনছে ফ্রন্টে ।

তলে তলে সব এক । আমি বলতেছিনা ওবায়দুল কাদের খারাপ কাজ করতেছে , আমার উদ্দেশ্য হচ্ছে উনি যা করতেছেন টা কি উনার কাজ কি না ? উনার যেই কাজ সেইটা ঠিক মতো করতেছেন কি না ? আর উনার উদ্দেশ্য টা আসলে কি ? আমরা সচেতন না হলে এই ধারা চলতেই থাকবে । বিএনপি বা জামাত আসলেও এক ই অবস্থা চলবে যদি আমরা সচেতন না হই । ভালো কাজকে ভালো বলা উচিত আর যতটুকু ভালো তাকে ততটুকুই বলা উচিত। ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.