আমি কিছু জানি না...... মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল। কলেজের অধ্যক্ষ মো. দানেশ মিয়া গতকাল বুধবার বলেন, ‘নির্বাচন পরিচালনা পরিষদের ৫ সদস্য নিরাপত্তার কারণ দেখিয়ে পদত্যাগ করায় ছাত্র সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ’ সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের অনুপস্থিতিতে নির্বাচন পরিচালনা পরিষদের সভা করায় তিনি এসে অধ্যক্ষ ও শিক্ষকদের হুমকি দিয়ে যাওয়ার পর ৫ সদস্য পদত্যাগ করেন বলে সংশ্লিষ্টরা জানান। বিডিনিউজ
পাভেলুর রহমান শফিক নৌমন্ত্রী শাজাহান খানের চাচাত ভাই এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান এ কে এম শহীদুল্লাহ জানান, ২৯ মার্চ কলেজ ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা থাকলেও সেদিন বিরোধী দল হরতাল ডেকেছে। এ কারণে গতকাল সকালে সব ছাত্র সংগঠন, প্রার্থী, সাবেক ও বর্তমান ছাত্রনেতা এবং শিক্ষকদের নিয়ে একটি সভা ডাকে পরিচালনা পরিষদ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, অধ্যক্ষ দুএকদিন আগে-পরে করে সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ দেবেন।
শহীদুল্লাহ জানান, উপজেলা চেয়ারম্যান শফিক খানকে ওই সভায় আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। কিন্তু পরে কলেজে এসে অধ্যক্ষসহ শিক্ষক পরিষদের নেতাদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হুমকি দেন।
এ কারণেই নির্বাচন পরিচালনা পরিষদের পাঁচজন পদত্যাগ করেছেন। অধ্যক্ষ তা গ্রহণ করে নির্বাচন স্থগিত করে দিয়েছেন। তিনি জানান, অশোভন আচরণের প্রতিবাদে আজ সকাল ১০টায় কলেজ শিক্ষক পরিষদের মৌন মিছিল।
কলেজ ছাত্র সংসদের বর্তমান ভিপি জাহেদ হোসেন অনিক উপজেলা চেয়ারম্যানের আচরণের নিন্দা জানিয়েছেন এবং কলেজ শিক্ষক পরিষদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি টেলিফোন ধরেননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।