আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চুপ মাঝরাত- ব্যান্ড "ফেইথ"

নিশ্চুপ মাঝরাত এখন শহরে নিভে গেছে বিজলীর আলো ঘরে ঘরে জনহীন পথ নিস্তব্ধ একা আমি নেমেছি নিয়নের আলো ভরা পথে চলেছি জীবন হতে পালিয়ে ছায়া ছায়া যায় দেখা কাঁচের আড়ালে তোমাকে জানালায় দাড়িয়ে তুমি পর্দা সড়িয়ে দু'হাতে আমি আসবো বলে ফিরে কাছে টানবো বলে তোমায় যেতে যেতে হয় কথা একাই গোপনে নিরবে তুমি আজ দাড়িয়ে রবে তমশার আলোতে একাকি আমি আসবো নাকো ফিরে ব্যাথায় কাঁদবো আমি শুধু নিশ্চুপ মাঝরাত এখন শহরে নিভে গেছে বিজলীর আলো ঘরে ঘরে জনহীন পথ নিস্তব্ধ একা আমি নেমেছি নিয়নের আলো ভরা পথে চলেছি জীবন হতে পালিয়ে গানটি শুনুন নিশ্চুপ মাঝরাত এখন শহরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।