আমাদের কথা খুঁজে নিন

   

//নিশ্চুপ প্রাণের স্পন্দন //

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

পূর্ণিমার শেষ আলোয় দেখা হয়নি তোমার চাহনী; নুয়ে পড়া জল আচমকা ভেজাতে পারে মুগ্ধ অবয়ব, তাইতো বা হাতের খোলা পাতায় আড়াল করেছি এক জোড়া ঝর্ণা। কাঁদবোনা- প্রতিজ্ঞা করেছিলাম ; অবাধ্য চোখ কি তাই মানে ? সুযোগ পেলেই উপচে পড়ে ফেনিল সাগর । বড্ড বেশী মলিন হয়ে গ্যাছো; বয়সটাও বুঝি বেড়ে গ্যাছে এক নিমিষে, আমারোতো বেলা বয়ে গ্যালো - চলন্ত চাকায় অদৃশ্য রয়ে গ্যালো সব । কেবল নিরুত্তাপ আলিঙ্গন জানিয়ে দিল তুমি আছো --আমি আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।