আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চুপ ধ্রুবতারা

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

এ নগর, ব্যস্ততা, কোলাহল দিগন্তে বিস্তৃত অনন্ত অপূর্ণতা বিষাদি বাতাসে লুকানো শিশির, ক্ষনে ক্ষনে জীবনের উষ্ণ আলিঙ্গনে দোলা দেয় মোহনায় ভেসে যাওয়া বিদগ্ধ স্বপ্নগুলো। মাঝরাতে জানালায় কান্নার ধ্বনি সুতোহীন ঘুড়ি. সুতোর টানাটানি নাটাই হাতে- দিগন্তের পানে চেয়ে থাকা, আকাশ নীলিমায় পূর্ণিমা চাঁদের আলোয় সবকিছুই মিথ্যে মনে হয়। ক্ষতি, দুরত্ব, অভিমান স্মৃতির অতল গহ্বরে তলিয়ে একাকীত্বতায়, পোড়া চেতনায় তবুও রঙ্গীন স্বপ্ন আঁকে কাজল কালো দু'চোখে পরাজিত প্রদীপের মতো নিশ্চুপ ধ্রুবতারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।