You can do anything, but not everything.
গত ৩ বছরে বেশ অনেকগুলা এনিম দেখছি। এর মধ্যে বেশিরভাগই খুব জনপ্রিয় সিরিজ এবং হয় সুপারপাওয়ার টাইপ নয়ত স্পোর্টস জেনারের। মাঝে মাঝে রুচি বদলের জন্য কিছু ভিন্ন জেনারের এবং খুব একটা পরিচিত নয় এমন কিছু এনিম দেখছি এবং আশ্চর্যের বিষয় এই রকম বেশ কিছু ভালো ভালো এনিম আছে যার নাম আমি খুব একটা শুনি নাই। আজকে এই রকম পাঁচটা আমার খুব পছন্দের এনিমের হালকা পরিচিতি দেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে কোনটা কোনটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ।
Kaiji: না বুঝে এক বন্ধুর লোণ নেওয়ার সময় তার সাথে কো- সাইনার হয় কাইজি। ধারের টাকা শোধ না করতে পেরে একদিন পালিয়ে যায় সেই বন্ধু। বেশ অনেক টাকার মামলা, তার মধ্যে সুদ মিলে কাইজির স্বপ্নেরও বাইরে চলে যায় টাকার অঙ্ক। টাকা আদায়কারি তখন তাকে দুইটা অপশন দেয়, হয় তাকে যেই ভাবেই হোক টাকা পরিশোধ করতে হবে, নয়ত তাকে একটা খেলায় অংশ নিতে হবে এবং এই খেলা সাধারন কোন খেলা না, জীবন বাজি রেখে জুয়া খেলা।
কাইজি খেলায় অংশ নেয় এবং দেখে সব অংশগ্রহণকারী তার মতই কোন না কোন ভাবে ধার পরিশোধ করতে না পেরে খেলায় এসেছে।
এই খেলায় তারা তাদের জীবন বাজি রেখে খেলে। জিতলে ঋণের টাকা তো শোধই, সাথে পুরস্কার, আর হারলে অচিন্তনীয় শাস্তি। এই রকম সিচুএশনে কয়েকজন অতি সাধারণ মানুষের মনের অন্ধকার দিক কি রকম কদর্য ভাবে ফুটে উঠে - তাই এনিমের কাহিনী। এনিম দেখার সময় অন্তত একবার হলেও শিউরে উঠবেন নিশ্চিত। আমার খুবই প্রিয় একটা এনিম।
অনলাইনে দেখতে চাইলে
Twelve kingdoms: ফ্যান্টাসি জেনারের, এবং ওয়ান অব দা বেস্ট। এনিম ইংরেজি ডাবড হলে আমি সাধারণত দেখি না। যেই দুই একটা ইংরেজি ডাবড হওয়া সত্ত্বেও দেখছি এইটা তার একটা। অসাধারণ গল্প, সাথে ফ্যান্টাসির লেভেল কি হইতে পারে তার একটা চরম উদাহরণ দেওয়া হইছে। স্পিড ভালো, এনিমেশন স্টাইলও চমৎকার।
যেই এনিমগুলা দিয়া এনিম দেখা শুরু করছিলাম এইটা তার মধ্যে একটা। এখনও মাঝে মাঝে শেষ ৩-৪ টা পর্ব ঘুরাইয়া ফিরাইয়া দেখি, এত ভালো লাগছে এন্ডিংটা।
অনলাইনে দেখতে চাইলে
Baki the grappler: একশন, মার্শাল আর্টস, স্ট্রিট ফাইট । এনিমটার স্টারটিং লাইনটা এইরকম,
"If one is born as a male, at least once in his life, he'll dream of becoming strongest man alive."
কাহিনী স্ট্রেইট কাট। হানমা ইউজিরো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক এবং সেই সাথে নিষ্ঠুর, স্ত্রীকে খুন করতে কিংবা ছেলের সাথে ফাইটে তাকে অর্ধমৃত করে দিতেও তার বাঁধে না।
তার ছেলে হানমা বাকি, তার জীবনের একমাত্র লক্ষ্য বাবাকে হারানো। এবং সেই লক্ষে সে অবিরত ফাইট করে যায়।
কিন্তু এই সিম্পল স্টোরিলাইনটাকে অনেকগুলা জোস ফাইট দিয়ে সেই রকম ইন্টারেস্টিং করে তোলা হয়েছে। এইটাও আমার খুব ফেভারিট একটা এনিম।
অনলাইনে দেখতে চাইলে
Ah my goddess: দীর্ঘ এক ক্লান্তিকর দিন শেষে Morisato keichi স্টুডেন্ট ডরমে ফিরে চাচ্ছিল শান্তিতে অন্তত ডিনারটা শেষ করতে।
এমন সময় এক goddess এসে তাকে বলে, তার যে কোন একটা ইচ্ছা পূরণ করা হবে। সে কি চায়? কেইচি বলে গডেস যেন তার সাথে থেকে যায়!!!!
এই রকম ইন্টারেস্টিং একটা স্টোরিলাইন নিয়ে এনিমটা। পুরা এনিম দেখার সময় অন্তত একবার হইলেও কেইচির জায়গায় নিজেকে কল্পনা করবেন এবং আফসোস করবেন, ইস, আমার সাথে এইরকম হয় না কেন?
অনলাইনে দেখতে চাইলে
Nabari no ou: আধুনিক জাপানের সাথে নিনজা নিয়ে প্লট। নিনজারা এখন চাকরি বাকরি করে, অন্য সাধারণ মানুষের সাথে সহাবস্থান, কিন্তু নিজেদের নিনজা স্টাইল ধরে রেখেছে।
মিহারু এই এনিমের মেই চরিত্র।
তার এমন পাওয়ার আছে যাতে সে নিনজা ওয়ার্ল্ড শাসন করতে পারে, কিন্তু সে এইসবে বিন্দুমাত্র ইন্টারেস্টেড না। কিন্তু একসময় সে ইন্টারেস্টেড হয়। কেন হয়, এবং হওয়ার পর কি হয়- তা নিয়েই এনিমের কাহিনী।
অনলাইনে দেখতে চাইলে
মাঝে মাঝে মেইনস্ট্রিম এনিমগুলা দেখতে দেখতে বিরক্তি চলে আসলে এই এনিমগুলার মত এনিমগুলা খুব কাজে দেয়।
কার কয়টা কমন পড়ল? আপনি এইরকম আনকমন কোনটা কোনটা দেখছেন?
এনিম নিয়ে আড্ডা দিতে চাইলে, কোন কিছু শেয়ার করতে চাইলে এইখানে চলে আসুন।
হ্যাপি এনিমিং !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।