পাখি এক্সপ্রেস
১.
হায়! হায়! করে হেসে উঠেছিলো, আবার উঠেছিলো
নারিয়াদের বনে হাসিল বসেছিলো
আবার জ্বলেছিলো, আলো জ্বলেছিলো
২.
জানালায় আসতে, নাকডুব জোছনায় ভাসতে
নয়তো তৃতীয়বার মরতে, হাসতে হাসতে
আয় বুড়ো, হায় জ্বরো, ভরপুর ছাই, ভরপুর অ্যাশট্রে
৩.
তারপর রাত নয় দিন নয় নিয়মিত ঘুম
ঝড় আসে, বাতাস-পানি আসে টুপুর পাতায় ঝুম ঝুম
নারে... না, এভাবে না... আলো নিজঝুম
৪.
বইয়ের তাক বেয়ে উঠে বন, এই মন
তারও উপর উপবন, শেষে উছাটন
আবার উচু বন নিচু মন, বনোমন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।