আমাদের কথা খুঁজে নিন

   

ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন বিশ্বাস নিয়ে একসঙ্গে অনেকে সঠিক হতে পারে ।

সকালবেলাতেই অতিরিক্ত কাজের চাপে বিরক্ত হয়ে পত্রিকা পড়তে গিয়ে মন ভালো হয়ে গেলো জাফর ইকবাল স্যারের আজকের লেখার অংশ বিশেষ পড়ে । খুব সহজ ভাবেই বৈচিত্রের সৌন্দর্যের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন । আসলেই একটা বয়সে মানুষ নিজের সব কিছুকেই সঠিক মনে করে আর নিজের চিন্তা থেকে ভিন্ন চিন্তার মানুষকে ভুল মনে করে । কিন্তু প্রকৃত পক্ষে নিজের চিন্তার সাথে না মিললেও অন্যরা সঠিক হতে পারে । ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন বিশ্বাস নিয়ে একসঙ্গে অনেকে সঠিক হতে পারে ।

আমরা এই ব্যাপার টা মেনে নিতে পারি না । আমিতো নিজেকে সবসময় সঠিক মনে করি । আমি মনে করি, আমিই শুধু যুক্তিযুক্ত ভাবে চিন্তা করছি । আমার যুক্তির বাইরে অন্য কোন ব্যাখ্যা থাকতে পারে অন্যদের, সেটা আমরা চিন্তা করি না । আমি যেমন ভাবছিলাম বছরের প্রথম দিন হল জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি দিন ।

এই গুরুত্বপূর্ণ দিনের মুহূর্তগুলো শুধুমাত্র প্রিয় মানুষদের সাথে কাটানো প্রায় ফরয পর্যায়ের কাজ । জীবনতো একটাই, তাই না ??? কিন্তু আমার জীবনের প্রিয় মানুষগুলো তাদের জীবনে মহাব্যাস্ত । আর এমন গুরুত্বপূর্ণ দিনে তো তারা আরও বেশী ব্যাস্ত তাদের জীবনের কলেজ, অফিস, স্পেশাল রান্না-বান্না নিয়ে । আমাকে সময় না দেয়ার জন্য অনেক কারন আছে তাদের । কিন্তু আমার মনের অনুভূতি বুঝানোর মতো শব্দ আমার জানা নেই ।

আমি আমার কাছের মানুষগুলোকে আমার কাছে পেতে চেয়েছিলাম । কিছুটা মুহূর্তকে সুখের অ্যালবামে সাজাতে চেয়েছিলাম । এই একটা জীবনে আর কখনো এমন মুহূর্ত আসবে কিনা তা আমার জানা নেই , হয়তো সেটা নিয়ে আমার মানুষগুলোর তেমন মাথা ব্যাথাও নেই । জাফর ইকবাল স্যারের অভিজ্ঞতা হতে প্রাপ্ত বোধ নিয়ে তাই আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.