আজ আর আমার কোন দ্বিধা নেই।
নির্ঘুম রজনী পার করার পর,
সকালের ক্ষীণতপ্ত রোদ শিখা পরিধান করে,
আজ কম্পহীন পায়ে হেঁটে যেতে পারি আমি।
দুটি টাকার জন্য;
আমার প্রয়োজনেই ঘর্মাক্ত যে রিকশাওয়ালা;
তার গায়ে আজ সহজেই হাত তুলতে পারি আমি।
কারন; আজ আর আমার কোন দ্বিধা নেই।
অন্ধকারের বুক ফুঁড়ে বেরিয়ে আসা
ম্লান আলোকে পেছনে রেখে,
আঁধারে ঢাকা কোন এক নারীর কাছে যেতে-
আজ আর আমার কোন দ্বিধা নেই।
প্লেটো-সক্রেটিস-কনফুসিয়াস দের অমর বাণী
আজ আমার রম্য পত্রিকার বিদ্রূপ মনে হয় ।
গোপাল ভাঁড় আর নাসিরুদ্দিন হোজ্জাকে
ইচ্ছে হয় কালজয়ী সাহিত্তের মর্যাদা দিতে।
বড় রাস্তার মোড়ের ডাস্টবিনের গন্ধ, আজ আমার
ভোরের শিউলি ফুলের গন্ধ মনে করিয়ে দেয়।
অনেক চেষ্টা করেছি আমি;
কোন পার্থক্য খুঁজে পাইনি।
হে নষ্ট সমাজ, আজ আমি আলিঙ্গন করবো
তোমার সকল পঙ্কিলতা।
ধারণ করবো তোমার সকল অভিশাপ।
কারন,আজ আর আমার কোন দ্বিধা নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।