আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধাহীন জাগরণ

আমি সাম্প্রদায়িক । বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র রুপে দেখতে চাই। তবে সম্প্রদায় থাকবে একটাই, "বাংলাদেশি"।

আজ মৃত্যুতে দ্বিধা কেন? _______________দ্বিধা কেন সত্যতে ? ভয় কেন, মিথ্যাকে হারিয়ে নতুন কিছু পেতে ? কেন অহেতুক অভিমান ? কেন ভাঙ্গতে লজ্জা জয়ের সোপান ? চলো করি, _______নতুন সূচনা, সবাই হয়ে উঠি অনন্য অথবা অনন্যা । আজ, ___মনে বাজে অগ্নিবীণা ।

___প্রাণে, বেঁচে থাকার ক্ষুধা, ___তবু মৃত্যুতে নেই দ্বিধা । আজ, মনে আছে আশ্বাস; বেঁচে রব প্রতিটি মূহুর্ত, যতক্ষণ রবে শ্বাস । নিশ্বাসের পরেও, হয়তো থেকে যাবে আমাদের স্বাক্ষর, বয়ে গিয়েও, নতুনের মাঝে হব ভাস্বর । নেই ভয়ের কারণ, আজ মহা-জাগরণ, মহা প্রলয়, আজ হবে জয়, হবেই হবে বিজয় । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।