আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধাহীন মৃত্যু



একটিবার ওষ্ঠ চুম্বন করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। হোক সে অধর বিষাক্ত; যে বিশ্বাষ বীজ বপন করে হৃদয়ে, ভালোবাসা বলে যারে তার পদতলে নত হবো। নত হবো বারে বারে। কিন্তু প্রত্যাখান! তোর মুখাগ্নি হবে,জ্বলবে চিতা হৃদয় শ্মসানে। ক্রোধের আগুনে কোরআন-গীতা বাইবেল এবং আরো যত কাব্য মহাকাব্য যত দ্বগ্ধ হবেই। রক্তাত্ব হবে ঈশ্বর আমার মত। তবে ফাঁসির মঞ্চেও উচ্চস্বরে উচ্চারিত হবে আমার প্রেমের কবিতা। প্রিয়ার প্রতিচ্ছবি রবে আলোহীন কবরে-আমার অনুমোদিত ছায়ায় সিক্ত করেছে যে প্রেম;পুনরজন্ম অন্য কায়ায়। প্রিয়ার বিষাক্ত ঠোঁটে স্বযতনে মৃত্য চিহ্ন এঁকে দ্বিধাহীন চিরবিদায় হোক আজ পৃথিবী থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।