বৃষ্টি এলেই দৌড়ে গেছি আঙ্গিনায়,ভিজেছি নিথর হয়ে, আঙ্গিনায় সাঁতার কেটেছে পায়েল, আঁচল ডুব দিয়েছে , অন্ধকারে ভেজা দোঁলন চাপার গন্ধ পাই- দেহের আনাচে কানাচে বৃষ্টির ফোটাগুলো আল্পনা আকে, তবুও আমি নিজেকে অপুণতায় পাই, ওরা আজোও আমাকে শান্ত করতে পারেনি, তুমি ছাড়া আমি যে কখনোই শান্ত হবো না্, আমি এলোমেলো -হয়ে পথে ,পথে বৃষ্টি এলেই দু হাত মেলে ভিজব, যাই হোক না কেন তোমাতেই মাতব...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।