সরল মনে সবাইকে বিশ্বাস করি।
প্রথম যে কোন কছিু মানু্ষের কাছে অন্য রকম ।
প্রথম গাওয়া গান
প্রথম অভিমান..
প্রথম রাগ
প্রথম অনুরাগ..
প্রথম ভাল লাগা
তাকে ভেবে রাত জাগা । ।
তারপর ...
প্রথম হলুদ খাম
নীল লাল কথা মালা,
কথা দিয়ে ভুলে যাওয়া
বেদনার শত পালা ।
তারপর ... তারপর আমার আমি
সমাজের অন্য কায়া
সুধীজনের নগ্নতা,
প্রথম মৃত্যু দেখা
কবরের জীবন একা ,
হঠাত জানতে পারা
এ জীবন ছন্নছারা । ।
হঠাত বেড়ে ওঠা
কিছু কটু কিছু মিঠা,
প্রথম চুমু খাওয়া
জীবনের ভুল ধারা,
প্রথম বন্ধুতা
নিশি্চত নির্ভরতা,
চোখে চোখ রাখা
গহীনের ভাষা পড়া
বুঝেও না বুঝা
প্রথম বাঁধন হারা ।
প্রথম দুঃখ পাওয়া
রাত ভর কান্না করা,
হঠাত বুঝতে শিখা
আমার মাঝে আমি একা । ।
প্রথম জয় করা
জীবন বাজি ধরা,
চাঁদকে ঘরে আনা
মনকে না মানা । ।
তেমনি আজ আমি প্রথম বাংলায় লিখলাম ... এই আনন্দ .. না আমি আর লিখব না .. আনন্দ .টুকু আমার ই থাক। ....
*********তবে যার জন্য আমার এই শিখতে পারা ..তিনি .. না তার নাম বলব না...কারন... ( আপনাদের ১ জন প্রিয় লেখক )....ধন্যবাদ দিয়ে তাকে সাধারণ করতে চাইনা ।
,,,,,,,,,,,,, কিন্ত তাকে বলব .. না না .. থাক বলব না ..সে তো কবি ..সাধারণ মানুষের না বলা কথা বুঝা ই তো তাদের কাজ ।
তাকে একটা জিনিস দিব । কথার ডালা , গান কবিতা .. এগুলো না .. এসব আমার নাই...। তাকে ১ টা খয়েরি টিপ দিব .. যেই টিপ তার হাতে গেলে একদিন হবে মহাকাব্য । সেই মহাকাব্যের হাত ধরে আসবে নোবেল আমার , আমাদের বাংলার জন্য । সেই প্রত্যাশায় ......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।