আমাদের কথা খুঁজে নিন

   

একটা শাড়ী কেনার কথা ছিল

একটা শাড়ী কেনার কথা ছিল ছোট বোনটার জন্য , হলোনা এবারের ঈদে বাড়ি যেতে পারবনা তো , বেতনও পাইনি অফিসের বস বলেছে ফান্ডে টাকা নেই , আমার পকেটও খালি। নীল শাড়ী কেনার কোথা বলেছিল বউটা হালকা কাজ করা কত দাম হবে ? এই বড়োজোর হাজার খানেক ? তাই বা পাই কোথায় বলুন? অফিস যে বেতন দেয়নি । ইচ্ছে আর অনিচ্ছের পেশীশক্তিতে কেই বা জেতে? ইচ্ছেটাকে চাপা দিয়েছি তাই , সবাইকে বলেছি কাজের চাপ অনেক তাই এবার আর আসবনা, পরের বার শাড়ী কিনে আনব ঠিক । ছোট বোনটার মুখ ভাসছিল বারবার, তবু ভালো আমার একটা অফিস আছে সময় কেটে যাবে বেশ , কিন্তু পরের বার মিথ্যের ফুলঝুরি বিশ্বাস করবেনা কেউ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.