আমাদের কথা খুঁজে নিন

   

আমি একটা বড় সমস্যায় পড়েছি, আপনাদের কারো কাছে কি আছে এর সমাধান ?

... হঠাৎ করেই ১৯ তারিখ থেকে দেখছি ফেসবুকে ঢুকতে পারছি না। আমি জিপি মডেম ব্যবহার করি। ওদের ই-কেয়ারও ব্যবহার করতে পারছি না। আর এটার জন্যই ওদের ইন্টারনেটের স্পেশাল টিমের সঙ্গে কথা বলেছি সর্বমোট প্রায় ৩০ মিনিট। আমি গুগল ক্রোম ব্যবহার করছি দীর্ঘদিন হলো।

ওদের স্পেশালটিমের কথামত ফায়ারফক্স, এক্সপ্লোর ব্যবহার করতে গিয়েও একই অবস্থা। এরপর আবার ফোন দিলে প্রায় ২০ মিনিট লাইনে থেকে ওদের নির্দেশনা মত কাজ করেও কোনো ফল পাওয়া গেলো না। এর পর বললো আজকে না ঢুকে কালকে (২০/০৮/১২) তে চেষ্টা করলে হবে। কিন্তু এখনও একই অবস্থা । আমি নেটে অন্য সব কাজ করতে পারলেও ওদের ই-কেয়ার আর ফেসবুকে ঢুকতে এখনো পারছি না।

ঐ দুটির এড্ড্রেস বারে এইচটিটিপিএস এর উপর একটা লাল ফ্লাস চিহ্ন আসছে। আর তখনই ওপেন হচ্ছে না যদি কারো সমস্যাসটির সমাধান জানা থাকে দয়াকরে বললে কৃতজ্ঞ থাকতাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.