আমরা কি সবার মুখে হাসি ফুটাতে পেরেছি, ঠিক আছে সবাই না হোক বিশেষ কাউকে। নাকি নিজেই সং সেজে সব মজা একাই নিয়েছি, সুখ কি আসলেই আসে এক মুখাপেক্ষি থেকে। ঈদের খুশি আসলে কি? সবার মাঝে সুখ বিলানো নয়? বুঝবার বুঝ হয় কি? তবে ফির এ দুখের সুর কার গানে বেঁচে রয়? কটা ঘর নুন্যতম বিলাস খাবারে পরিচিত? লজ্জাবরণ না হয় পরের আলাপ। এঁটো অথবা উচ্ছিষ্ট নয়' আস্তাকুরে বিবেগ নত, কত জনা আবার গলা উচিয়ে ঝেরে যাচ্ছে পাগলের প্রলাপ! হাসি পায় খুব যখন দেখি তাদের প্রতিযোগিতা, কত নগত জমলো' কার কত কমতি ছিল? ভেদাভেদের একি ছিরি বল খোদা? ক জন বিনা চিকিৎসায় মরল' আসলেই উৎসব ছিল¡আমরা কি সবার মুখে হাসি ফুটাতে পেরেছি, ঠিক আছে সবাই না হোক বিশেষ কাউকে। নাকি নিজেই সং সেজে সব মজা একাই নিয়েছি, সুখ কি আসলেই আসে এক মুখাপেক্ষি থেকে। ঈদের খুশি আসলে কি? সবার মাঝে সুখ বিলানো নয়? বুঝবার বুঝ হয় কি? তবে ফির এ দুখের সুর কার গানে বেঁচে রয়? কটা ঘর নুন্যতম বিলাস খাবারে পরিচিত? লজ্জাবরণ না হয় পরের আলাপ। এঁটো অথবা উচ্ছিষ্ট নয়' আস্তাকুরে বিবেগ নত, কত জনা আবার গলা উচিয়ে ঝেরে যাচ্ছে পাগলের প্রলাপ! হাসি পায় খুব যখন দেখি তাদের প্রতিযোগিতা, কত নগত জমলো' কার কত কমতি ছিল? ভেদাভেদের একি ছিরি বল খোদা? ক জন বিনা চিকিৎসায় মরল' আসলেই উৎসব ছিল¡
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।