আমি ফয়সল সাইফ। ৯০’এর গর্বিত প্রজন্মের একজন। সেসময় ১৫ই সেপ্টেম্বর শেষ রাতে আমার জন্ম। বুঝতে পারার বয়স থেকে আমি আল্লাহ তা’য়ালার একত্ববাদে বিশ্বাস করে আসছি। আর সেই সূত্র ধরে আমি ইসলাম ধর্মের অনুসারী। তাই আমার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব হযরত
তোমার মাঝে খুঁজে নিতে চাই পর্বতসম সূখ
উজার করে ভালবাসা দিতে চাই তোমায় এক বুক
তোমার মাঝে পেতে চাই সন্ধান অসীম অনন্তের
তোমার মধ্যেই ভোগ করতে চাই আমেজ বসন্তের
শীত তবু যায় না চলে, গাছের পাতা ঝড়ে
ক্ষণে ক্ষণে পুরো দিনই তোমায় মনে পড়ে
তুমি এমন বসে আছ দূরে কি করে
মনের রাস্তায় শুনেছিলাম তোমার পায়ের আওয়াজ
কল্পনায় দেখেছিলাম তোমার অতুলনীয় সাজ
চোখের মায়ায় সাজিয়েছি তাই তোমার স্বাগত সম্ভার
অপেক্ষায় বসে আছি আমি আজও আবার
পথ পানে চাই শুধু তুমি আসবে বলে
হতশায় হাসি পরে কত শত ছলে
তুমি আসলেই না বলে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।