আমাদের কথা খুঁজে নিন

   

সেপ্টেম্বরে টাকা ছাড়, এমপিদের জন্য ল্যাপটপ কেনা হচ্ছে--হেরা কি দুষ্টামী করে নি? হাহ হাহ হা

এরপর কি দরকার? অহন তো তাগোর লাইগা, আনলিমিটেড ইন্টারনেট কানেকশন এর মডেম লাগবো রে পাগলা। ৩৩০ জনের লাইগা আর কত খরচ বাইর করবো তারা? ফেসবুক, ইয়াহু, হটমেইল এ একাউন্ট খুলোনের লাইগা তো তারা আবার বিল চাইবো না তো? ব্যাপারটা যেহেতু একাউন্ট বিষয়ক। হাহ হাহ হা। কত আর করব পাগলামি? এক রাজমিস্ত্রি-র জোগালী ও তো মনে হয়, নিজের টাকা দিয়া হাতুর, বাটাল, ছেনি কিনা লয় নিজের কামের লাইগা। তাগোর যদি এতই দরকার হইতো, তাইলে যেই টাকা গুলান চুরি করে, ওইডার থিকা কি কিনবার পারে না রে, পাগলা? কেন দরকার তাগোর এইগুলান? এইডা দিয়া কি প্রমাণ করতে চায় রে পাগলা? তারা সৎ আর যোগ্য নেতা? তাগোর একটা ল্যাপটপ কিননের টাকা নাই? পাগলরে, আমরা বিরাট পাগল।

নাকি তাগোর হিসাব পত্তর রাখতে সমস্যা হয়, মাথায়? হাহ হাহ হা। সরকারের যদি মনে হয় এই জিনিষটা বিরাট দরকার, তইলে কি তারা, কইতে পারে না, যে প্রত্যেক এমপি-র নিজ দায়িত্বে ল্যাপটপ কিনতে হইবো? নাকি ভয় পায়। হাহ হাহ হা। নাকি তারা দেহাইতে চায়, সরকার ডিজিটাল হইয়া গেছে। ৩৩০ জন এমপি'র জন্য ৫০,০০০/= টাকা দামের ল্যাপটপ কিনলেও দেড়, দুই কোটি টাকার কারবার।

পদ্মা সেতুর লাইগা কই কই থিকা টাকা লওয়ার ধান্দা করতাছে, এই টাকা টাও ওইহানে দেয় না কেন রে পাগলা? কই জানি শুনছিলাম, স্বদেশ এখন ছাল ছোলা এক ছাগল। আমার তো মনে হয় খালি ছাল ছোলা না, স্বদেশ অহন বার-বি-কিউ ওলা এক ছাগল, যেমনে যার যেহান থিকা মন চায় মাংস কাইটা কাইটা খাইতাছে। আমি তো মাংসের টেনসন করি নারে পাগলা, টেনসন করি হাড্ডিটার হেরা কি করবো। হাহ হাহ হা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.