স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি
ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি নোট থ্রি। আশা করা হচ্ছে, কয়েকটি ভিন্ন রংয়ে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক সাইজ গিজবট ডটকম ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এতে স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ৩জিবি র্যাম এবং ৫.৭ ইঞ্চি অ্যামোলিড ডিসপ্লে থাকবে। অ্যান্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেম ছাড়াও ছবি তুলতে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে এর দাম হতে পারে ৮০০ ডলার।
সনি এক্সপেরিয়া জেড১
ধুলা ও পানিরোধী স্মার্টফোন নিয়ে আসছে ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা সনি। এক্সপেরিয়া জেড এবং এক্সপেরিয়া জেড আল্ট্রা মডেলের স্মার্টফোনের ডিজাইনেই তৈরি করা হয়েছে সনি এক্সপেরিয়া জেড১ স্মার্টফোনটি। পানিরোধী এ স্মার্টফোনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০, ২জিবি র্যাম এবং ৪কে ভিডিও রেকর্ডিং সুবিধা থাকছে এক্সপেরিয়া জেড১-এ। এছাড়া ১৬জিবি এক্সপান্ডেবল মেমরি ব্যবহার করা যাবে এতে।
এইচটিসি ওয়ান ম্যাক্স
তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি পরিবারে যুক্ত হচ্ছে এইচটিসি ওয়ান মডেলের মতোই এইচটিসি ওয়ান ম্যাক্স স্মার্টফোন। অ্যালুমিনিয়াম বডির স্মার্টফোনটিতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আল্ট্রাপিক্সেল ক্যামেরা ও উন্নত সাউন্ড সিস্টেম। ৫.৯ ইঞ্চি পর্দায় ফুল এইচডি ১০৮০আই ছাড়াও ৬৪জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে এইচটিসি ওয়ান ম্যাক্স স্মার্টফোনে। কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর এবং শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে।
আইফোন ফাইভ এস এবং ফাইভ সি
এই প্রথমবার একসঙ্গে নতুন দুটি মডেলের স্মার্টফোন নিয়ে আসছে টেক জায়ান্ট অ্যাপল।
আইফোন ৫এস এবং আইফোন ৫সি স্মার্টফোন দুটিতে রেটিনা ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ২জিবি র্যাম। আইফোন৫-এ ডুয়াল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। আইফোন ৫এস স্মার্টফোনে এ৭ কোয়াড কোর প্রসেসর ব্যবহারে এর গতি ৩১ ভাগ বাড়বে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডিজিটাল ট্রেন্ডস।
ব্ল্যাকবেরি জেড৩০
স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি স্মার্টফোন এবং ট্যাবলেট ডিভাইসের সংমিশ্রণে তৈরি ফ্যাবলেট বাজারে আনতে যাচ্ছে।
পাঁচ ইঞ্চি পর্দার ব্ল্যাকবেরি জেড৩০ ফ্যাবলেট চলবে ব্ল্যাকবেরির ১০ অপারেটিং সিস্টেমে। ৭২০ পিক্সেল ডিসপ্লের ফ্যাবলেটটিতে ছবি তুলতে পেছনে ও সামনে থাকছে যথাক্রমে আট ও দুই মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া তারহীন চার্জিং সুবিধাও থাকার কথা জানিয়েছে মোবাইল প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএমএরিনা।
লেনোভো কে৯১০
কম্পিউটার নির্মাতা লেনোভো নিয়ে আসছে কে৯১০ মডেলের স্মার্টফোন। কোয়ালকম প্রসেসরের ২.২ গিগাহার্টজ প্রসেসিং ক্ষমতা রয়েছে এতে।
পাঁচ ইঞ্চি পর্দায় দেখা যাবে ১৯২০ বাই ১২৮০ রেজুলিউশনের ছবি। এটি চলবে অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।