মোবাইল ফোন নির্মাতা নোকিয়া নতুন বড় স্ক্রিনের মোবাইল হ্যান্ডসেট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে।
সম্প্রতি আধিপত্য অর্জনকারী ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতা করবে নোকিয়ার মোবাইল ফোনটি।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে নতুন মোবাইল ডিভাইসটি উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।
নোকিয়ার পরিকল্পনার সঙ্গে যুক্ত এক উৎস জানিয়েছে, নোকিয়ার নতুন পণ্যগুলোর মধ্যে ফ্যাবলেটও রয়েছে। তবে নতুন ডিভাইসটির বিবরণ ও মূল্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে, বিশ্লেষকরা আশা করছেন, বড় স্ক্রিনের ফলে ভোক্তাদের স্মার্টফোনে ভিডিও ও ছবি দেখা বেড়ে যাবে। নোকিয়ার লুমিয়া স্মার্টফোনের নতুন সংযুক্তি হবে ফ্যাবলেটটি। মাইক্রোসফট উইন্ডোজ ফোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে ফ্যাবলেটটিতে। নোকিয়া ৪১ মেগাপিক্সেল ক্যামেরার লুমিয়া ১০২০ স্মার্টফোনটি চালু করার কথা ঘোষণা করেছিল জুলাইতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।