আগামী ২৭ সেপ্টেম্বর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হোয়াইট হাউসে সাক্ষাতের কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস ওবামা ও মনমোহনের বৈঠকের বিষয়ে ঘোষণা দেন।
সুসান ও মেননের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বেসামরিক পরমাণু প্রকল্প ও বিশুদ্ধ বিদ্যুৎ সহযোগিতা এবং পরিবেশ পরিবর্তনের ব্যাপারে আলোচনা হবে।
উল্লেখ্য, ২০১০ সালে ভারত সফর করেছিলেন ওবামা। আর মনমোহন সর্বশেষ হোয়াইট হাউসে গিয়েছিলেন ২০০৯ সালে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।