নতুন আইফোন হবে বর্তমান আইফোন৫ ভার্সনের আপডেট। এতে যুক্ত হতে পারে আঙুলের ছাপ শনাক্তের প্রযুক্তি।
আশা করা হচ্ছে, অ্যাপলের সিইও টিম কুক ফিঙ্গারপ্রিন্ট-ডিটেক্টিং টেকনোলজির আইফোন ফাইভের আপডেট উদ্বোধন করবেন।
আইফোন ৫সি হতে পারে অ্যাপলের প্রথম কমদামি স্মার্টফোন। কমদামের স্মার্টফোন বাজারে ছাড়া প্রসঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, “আইফোন ৪ ক্রেতাদের দারুণ আকৃষ্ট করেছে।
এবারও আমরা ক্রেতাদের কাছ থেকে তেমনটাই প্রত্যাশা করছি। ”
২০০-৩০০ ডলারের মধ্যে নতুন ‘আনসাবসক্রাইবড’ আইফোন বিক্রি হতে পারে। এ মূল্য আইফোন ফোরের চেয়ে একশ’ ডলার কম।
প্রযুক্তিপণ্য বিশ্লেষক বেনেডিক্ট ইভানস জানান, ২০০৭ সালে যখন আইফোন বাজারে ছাড়া হয়, তখন থেকেই আলোচনা চলছিল, কীভাবে কমদামে উন্নত প্রযুক্তির স্মার্টফোন ক্রেতাদের কাছে পৌঁছানো যায়। এখন বাজার অনেক উন্নত হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।