আমাদের কথা খুঁজে নিন

   

সেপ্টেম্বরে ২০১১ তে দেখা মুভিস

The Fall, ইউএসআ, ২০০৬ ভারতীয় পরিচালক তারসেম সিঙ এর দ্বিতীয় সিনেমা। হাসপাতালের বিছানায় শুয়ে সিনেমার স্টান্টম্যান, আপাত পঙ্গু রয় চারবছরের ছোট্ট আলেক্সান্দ্রিয়াকে এমন একটি গল্প শোনায় যার পাচজন চরিত্রই একজন মানুষৈর উপর প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ। রয় এর বলা গল্পের চরিত্রগুলো তৈরী হয় আলেক্সান্দ্রিয়ার চোখে। অসাধারণ এক সিনেমা, দারুন তার চিত্রায়ন। রেটিঙ: ৫/৫ The Shining, ইউএসআ, ১৯৮০ স্ট্যানলি কুব্রিকের হরর মুভি।

শীতের সময়টা লেখালেখি করে কাটানোর জন্য জ্যাক টরেন্স তার স্ত্রী আর ছেলেকে নিয়ে একটি হোটেলের দায়িত্ব নেয় - পুরো হোটেলেই মাত্র তিনজন। অনেক আগে সেই হোটেলে এক লোক তার দুই কন্যা সন্তানকে হত্যা করেছিল - সেই অশুভ প্রভাব এখনো রয়ে গেছে। খুবই ভয়াবহ সিনেমা - স্ট্যানলি কুব্রিকের আর সিনেমাগুলোর মতোই অসামান্য চিত্রায়ন, মিউজিক। জ্যাক নিকলসনের ভীতিকর অভিনয়। রেটিঙ: ৫/৫ My Fair Lady, ইউএসআ, ১৯৬৪ জর্জ কুকার এর পরিচালনায় অড্রে হেপবার্নের অসাধারণ অভিনয়।

একজন ফোনেটিক বিশেষজ্ঞ বাজী ধরে একজন ফুলবিক্রেতার উচ্চারণ শুধরে দেয়ার দায়িত্ব নেয়। কিন্তু রাস্তার সেই ফুল বিক্রেতা যে ধীরে ধীরে অধ্যাপকের প্রতি অনুরক্ত হয়ে পড়ে তার কি হবে? অড্রে হেপবার্নের এই অভিনয় দেখে আমি মুগ্ধ - কি চমৎকার তার এক্সপ্রেশন, গানগুলো্ও দারুণ। রেটিঙ: ৫/৫ Roman Holiday, ইউএসআ, ১৯৫৩ এই কাহিনী নিয়ে সিনেমা হয়েছে অনেক। একজন রাজকন্যা একাকী তার প্রাসাদ থেকে পালায়, পথে ঘটনাচক্রে দেখা হয়ে যায় একজন সাংবাদিকের সাথে - দারুন রোমাঞ্চকর আর ঘটনাবহুল একটি দিন কাটে রাজকন্যার। গ্রেগরি পেক আর অড্রে হেপবার্নের সিনেমা।

অড্রে হেপবার্নকে কি নিষ্পাপ মনে হয়েছে বোঝানো যাবে না। রেটিঙ: ৪.৫/৫ The Apartment, ইউএসআ, ১৯৬০ সিসি ব্যাক্সটারের একটা গুন আছে, সে দ্রুত চাকরীতে প্রমোশন পায়। তবে গোপন কারনটি তার কর্মদক্ষতা নয়, তার ফ্ল্যাটের চাবী যা বিভিন্ন অফিসাররা সুবিধানুযায়ী বুকিঙ দেয়। লিফটের পরিচালিকা মিস কিউবেলিককে ভালো লাগলেও সাহস করে বলে হয়ে উঠেনি ব্যাক্সটারের। কিন্তু ঘটনাক্রমে একদিন মিস কিউবেলিককে পা্ওয়া গেল ব্যাক্সটারের রুমেই, কোন এক বসের প্রেমিকা হিসেবে তার আগমন।

চরম রোমান্টিক আর কমেডি সিনেমা। কিন্তু উপভোগের পুরোটা মেরে দিয়েছে হিন্দী সিনেমা লাইফ ইন আ মেট্রো। হুবহু কপি করার ব্যাপারে তাদের জুড়ি নেই - ফলে প্রতিটা দৃশ্যের পরেই কি হবে সেটা জানা ছিল রেটিঙ: ৪.৫/৫ High Noon, ইউএসআ, ১৯৫২ অলটাইম ক্ল্যাসিক ওয়েস্টার্ন মুভি। মার্শাল উইল কেইন যেদিন বিয়ে করলো সেইদিনই পুরোনো এক খুনি ছাড়া পেয়ে শহরে হাজির হবে বলে তার সাগরেদরা জড়ো হলো। এতদিন ধরে যে মার্শাল শহরের সবাইকে রক্ষা করলো, নিরাপত্তা নিশ্চিত করলো - আজ তাকে শহর ছেড়ে পালানোর জন্য উপদেশ দিলো সবাই, খুনির সাথে এই বিরোধকে ব্যক্তিগত বলে চালিয়ে দিতে চাইল।

নববিবাহিত স্ত্রী-ও উদ্ধুদ্ধ করলো, অন্যথায় তাকে ছেড়ে যা্ওয়ার হুমকী। কিন্তু মার্শাল কেইন একাই রুখে দাড়ালো - হারবে না সে। ফ্রেড জিনেম্যানের সিনেমায় গ্যারি কুপারের অভিনয়। আপনি অবশ্যই ভালোবাসবেন। রেটিঙ: ৫/৫ The Chaser, কোরিয়া, ২০০৮ বেশ্যাদের দালালে পরিণত হ্ওয়া ডিটেকটিভ পুলিশ জঙ হো তার এক মেয়েকে পাঠায় এক সাইকো খুনি কাস্টমারের কাছে যে কিনা হিংস্র উপায়ে হত্যা করে নারীদেরকে।

মেয়েটিকে বাচাতেই হবে কারণ তার ছোট্ট একটি মেয়ে রয়েছে, শাস্তি দিতে হবে সেই সাইকো খুনিকে। কোরিয়ান সিনেমা বেশ উন্নত হয়েছে বলতেই হবে। গল্প বলার ঢঙটা ভালো লেগেছে, অভিনয় তো অবশ্যই। এই সিনেমাটা দেখার সময় আমি প্রতি মুহূর্তে বিড়বিড় করে কামনা করছি খুনিটার যেন কঠিন শাস্তি হয়, অত্যন্ত কষ্টদায়ক মৃত্যূ যেনো হয় - পরিচালকের সাফল্য তো এখানেই তাই না? রেটিঙ: ৪.৫/৫ Man of the west, ইউএসআ, ১৯৫৮ গ্যারি কুপার অভিনিত আরেকটা ওয়েস্টার্ন সিনেমা। প্রাক্তন এক আউটল ঘটনাচক্রে অনেক বছর বাদে তার কুখ্যাত ক্যারিয়ারের শুরু যার হাত ধরে সেই ডক টবিনের দলে ভিড়তে বাধ্য হলো - একটা ব্যাঙ্ক ডাকাতি করতে হবে এবার।

কিন্তু এবার তার সাথে আছে সুন্দরী এক ড্যান্সার, জিম্মি হিসেবে ব্যবহৃত হচ্ছে সে। সাম্প্রতিক ওয়েস্টার্নের সাথে তুলনায় খুব এগোতে পারবে না সিনেমাটি, কিন্তু ভালো লাগবে গল্পের গতি, সাধারণত্ব, আর গ্যারি কুপারের অভিনয়। রেটিঙ: ৪/৫ Taken, ইউএসআ, ২০০৮ একটু বেশীই বাজে সিনেমা। হিন্দী মারদাঙ্গা সিনেমার সাথে এর একটাই তফাত, এখানে অভিনয় করেছে লিয়াম নিসনের মতো নামী অভিনেতা। রেটিঙ: ২/৫ Up, ইউএসআ, ২০০৮ আহা চমৎকার একটি এনিমেশন সিনেমা।

নির্মল বিনোদন। ৪.৫/৫ Gone Baby Gone, ইউএসআ, ২০০৭ বেন অ্যাফ্লেকের প্রথম পরিচালিত এই সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল, অভিনয় করেছে তারই ভাই ক্যাসি অ্যাফ্লেক। দুইজন প্রাইভেট ডিটেকটিভ একটি শিশুকে খুজে বের করার দায়িত্ব নেয়, শিশুটির মা খুবই উদাসীন সন্তানের প্রতি, মাদকাসক্ত কিন্তু প্যাট্রিক কেনজি নামের গোয়েন্দা প্রতিজ্ঞাবদ্ধ তাকে খুজে বের করার। আপাত সমাধান হয়ে যা্ওয়া কেসের কেচো খুড়তে সাপ বের হয়ে গেল - শিশুটি অপহৃত হয়নি, তাকে পরিকল্পনামাফিক অপহরণ করা হয়েছিল। গল্পের গতিটা অন্যরকম, খুব উত্তেজনাকর নয়।

সংলাপের দিকে খেয়াল করে সিনেমা দেখতে হবে, অন্যথায় কাহিনী না্ও বোঝা যেতে পারে। রেটিঙ: ৪/৫ Mr Bean- the movie বিট্রিশ মিউজিয়ামে একটি ছবির রক্ষী মি. বিন হাজির হলো আমেরিকায় সদ্য ফেরত পা্ওয়া বিখ্যাত একটি ছবি উন্মোচন করতে। কিন্তু নানা রকম বিপত্তি রয়েছে তাতে। যথারীতি মি. বিনীয় অভিনয়। নির্মল বিনোদন।

রেটিঙ: ৪/৫ Limitless, ইউএসআ, ২০১১ এতবার রিকমেন্ড পেলাম যে দেখতেই হলো। নতুন এক ড্রাগ মগজকে শতভাগ ব্যবহার করার ক্ষমতা দেয় - ফলে লেখক হতে চা্ওয়া এডি মোরা পরিণত হয় একজন ব্যবসায়ীতে। ওষুধ ফুরোবার আগেই নিজের অবস্থানকে শক্ত আর টেকসই করে নিতে হবে, কারণ পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। গল্পটা দারুন, সাই ফাই হলেও বিশ্বাসযোগ্য, শুধু শেষটুকু বাদে। ওটা আমার পছন্দ হয়নি।

সাউন্ডট্র্যাকের কারণে ইতিমধ্যেই সিনেমাটি অনেকের প্রিয় তালিকায় ঢুকে পড়েছে। রেটিঙ: ৪/৫ ============================================= বলিউডের দুষ্টু গান: বলিউডের আইটেম সঙস এর ইতিহাস এবঙ অন্যান্য নিয়ে দারাশিকো ব্লগের স্পেশাল পোস্ট। সাথে আছে ৮ টি আইটেম ভিডিও। সামুতে অপ্রকাশিত। বারান : বর্ষার রঙে আঁকা ভালোবাসার ছবি ব্লগার স্নিগ প্রথম অতিথি লেখক হিসেবে দারাশিকো ব্লগে যাত্রা শুরু করলেন।

ইরানী পরিচালক মাজিদ মাজিদির সিনেমা বারান নিয়ে তার দারুন বিশ্লেষনধর্মী পোস্ট। মাস্ট রিড। সালমান শাহের পরে চলচ্চিত্র শিল্প গত ৬ সেপ্টেম্বর তারিখে সালমান শাহ'র পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলী। রাজনৈতিক ডট কমে প্রকাশিত। সিনেমায় ক্রেনশট সিনেমায় অহরহ ক্রেনশট দেখে থাকবেন।

বিশেষ করে হালের নাটকে এবং মিউজিক ভিডিওতে। ক্রেন শট নিয়ে সামান্য বাতচিত। সিনেমায় গুপ্তহত্যা: সিনেমায় গুপ্তঘাতক এবং গুপ্তহত্যা বেশ পরিচিত বিষয়। এই ধরনের সিনেমাগুলো আমার বেশ লাগে। গুপ্তঘাতক এবং তাদের মিশন নিয়ে যে কটা সিনেমা ভালো লেগেছে, তার চারটি নিয়ে এই পোস্ট।

দ্য ডে অব দ্য জ্যাকল: প্রেসিডেন্ট চার্লস দ্য গলকে হত্যার উদ্দেশ্যে ভাড়া করা হয়েছে একজন গুপ্তঘাতককে। তার নাম 'দ্য জ্যাকল'। উপন্যাসে তৈরী এই চরিত্রটি পরবর্তীতে বেশ বিখ্যাত হয়ে উঠে, সত্যিকারের একজন গুপ্তঘাতক এই নামে পরিচিত হয়ে উঠেন। এসব নিয়েই এই পোস্ট। সিনেমায় ডিরেক্টরস কাট কি? : যারা সিনেমা ডাউনলোড করেন তারা হয়তো ডিরেক্টরস কাট শব্দটির সাথে পরিচিত।

কি বোঝায় এই শব্দটি দ্বারা? মহামন্দায় সিনেমা, মহামন্দার সিনেমা: ১৯৩০ এর মহামন্দায় বেশ কিছু ক্ল্যাসিক সিনেমা নির্মিত হয়েছে, পরবর্তীতে বিভিন্ন সিনেমায় উঠে এসেছে সেরকম কিছু সিনেমা নিয়েই এই পোস্ট। থানা থেকে আসছি কোলকাতার সিনেমা, উত্তম কুমারের সিনেমার রিমেক। ============================================= সহীহ ডাউনলোডনামা: জেনে নিন সিনেমা ডাউনলোডের কিছু সাইটের নাম। সম্প্রতি কি সিনেমা দেখলাম: আমি শেয়ার করি এখানে, কিছু বন্ধুরাও করে, আপনারা্ও করতে পারেন। ============================================= ফেসবুকে দারাশিকোর ব্লগের সাথেই থাকুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.