কৈশোরে কামের সূত্রপাত কামসূত্রে যৌবনে কামের দীক্ষা রসময় গুপ্তে, লুকিয়ে লুকিয়ে নীলছবি চাক্ষুষ অবলোকন কামের বাসনা কোন কিছু মানে না বাঁধন। প্রথম হাতেখড়ি বাসার কাজের বুয়া তারপর যেন মজা পেয়ে যাওয়া পাশের বাড়ির মেয়েকে প্রেমের ছলনায় রাত আর দিন ভোলানোর চেষ্টায়; কাজ করে না সব সময় তবু ব্যর্থ চেষ্টা জারি হয়ে রয়। কামের চাহিদা ব্যর্থ হলেই কৌতূহল যায় বেড়ে টাকার বিনিময়ে নিশিকন্যা খোঁজে রাতের আঁধারে দেহের চাহিদায় কাতর যৌবনের নেশায় মানবিক মূল্যবোধ সব কোথায় উড়ে যায়? তারপর একসময় হয়তো প্রেম আসে জীবনে রসময় গুপ্তের শিক্ষার সবটুকু প্রয়োগ সেখানে; বিবাহ নামক লাইসেন্স কোন এক সময় জোটে কামের বাসনার চরম চরিতার্থতা, বৌ এর ওপর উঠে। কাম ছাড়া কি আর চাই এই জীবনে সমাপ্তি ভাবে না মানুষ একদিন হবে মরণে, কামসূত্র থেকে শুরু বিবাহতে সমাপ্ত মানুষ কামের দাস করে যায় দাসত্ব; কৈশোর আর যৌবনের প্রেম কিংবা ছলনা রতিক্রিয়ার অপর নাম কামের বাসনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।