বিদ্রোহী মন আমার জেগে উঠে প্রতিনিয়ত, সব বাধা ভেঙে আবার গড়তে মন হতে চায়না বিরত। আমার একটা চুমোই তোমার কলংকের জন্য যথেষ্ট, আমার একটা আঙুলের ছোঁয়াই তোমারে করবে পিষ্ট, আমার হৃষ্ট বাহুতে তোমাকে জড়িয়ে- দুষ্টামী করবো কিছু আর,তোমাকেও করে তুলবো দুষ্ট। সেদিন বাতাসে গাওয়াব ঝড়ের গান, চারিদিকে জাগিয়ে দিব চতুর্বান, চুমোতে চুমোতে লেপন করবো তোমায়- করবো হানি সানন্দে তোমার লুকিয়ে রাখা গোপন মান। যদ্দিন যত আর- পর-জনমে দেখা হয়ই যদি কদাকার, তবে বলে দিলুম আমি তোমারে- ভুলবে না সেরাতের চুমোর লেপন,ঝড়ের মাতম হয়েছিল যা আর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।