আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার থেকে মহেশখালী ভ্রমন(ছবি ব্লগ)

এবারের ঈদে যারা কক্সবাজার যাবেন তারা অবশ্যই মহেশখালীতে ঘুরতে যাবেন। মহেশখালী বাংলাদেশের ১মাত্র পাহাড়ী দ্বীপ। কিছুদিন আগে আমার ঘুরতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই ভ্রমনের অপরূপ দৃশ্যের কিছু ছবি আমার কাছে বন্দী আছে। এই ছবিগুলো দেখার পর আমি নিশ্চিত করে বলতে পারি কেউ মহেশখালীতে যাবার লোভ সামলাতে পারবে না।

যাবার সময় ওইখানকার স্থানীয় ১ বাসিন্দার দেখা পাই(নিচে তার ছবি দেয়া আছে। ) তাকে আমরা গাইড হিসেবে সংগে নিয়ে নেই। কলাতলী বিচ থেকে ব্যাটারীচালিত গাড়ি ভাড়া করে যাই ঘাটে ভাড়া নেয় ৩০ টাকা। আমরা ৬ জন যাত্রী ছিলাম। ঘাট থেকে আপনি ইঞ্জিনচালিত বড় নৌকায় অথবা স্পীড বোটেও যেতে পারেন।

সেক্ষেত্রে বড় নৌকায় আপনাকে ভাড়া দিতে হবে জনপ্রতি ৩০ টাকা আর স্পীড বোটে ৭৫ টাকা। সৌন্দর্য বেশি সময় উপভোগ করতে চাইলে নৌকায়ই যাওয়া ভাল। তবে রোদ থাকলে ২ ঘণ্টা থাকতে আপনার ১টু কষ্ট হতে পারে। তবে যাওয়ার সময় বড় নৌকায়ই যাওয়া ভাল বলে আমি মনে করি। সেখানে গেলে রাখাইন সহ অন্যান্য উপজাতিদের তৈরী শাল, গায়ের চাদর খুব কম দামে পাবেন আবার সুন্দর রাখাইন মেয়েও দেখতে পাবেন যাদের দেখে আপনার প্রেমে পড়তে মন চাবে।

তবে আশ্চর্যের বিষয় হল এরা সবাই লেখাপড়ে করে এবং সুন্দর বাংলা বলতে পারে। কিন্তু ওরা যখন নিজেদের ভাষায় বা কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলবে আপনি তখন কিছুই বুঝবেন না! এরা গালের মধ্যে চন্দন মেখে কাজ করে দেখতে ভালোই লাগে। ওদের সাথে ভুলেও খারাপ ব্যবহার বা অশালীন আচরন করবেন না। তাহলে দেখবেন অনেক সহযোগিতা পাবেন। চলুন ভার্চুয়ালি ঘুরে আসি মহেশখালী থেকে কি যে লিখল কিছুই বুঝলাম না এই স্রোতের মত দ্রুতই শেষ হয়ে গেলো এই সৌন্দর্য উপভোগ করার সময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।