সময় কত দ্রুতই না বয়ে যায়? এই তো সেদিন মনে হল কক্সবাজারে এলাম। আজ চলে যাব। ভাবতেই সকালে মনের ভেতরে এক রকম বেদনার অনুভূতি ছুয়ে গেল।
এখানে আমরা এসেছিলাম প্রথম মহিলা সাফ ফুটবল কাভার করতে। আজ ফাইনাল।
কিন্ত স্বপ্নের ফাইনাল খেলতে পারল না বাংলাদেশ। ওরা এখন ঢাকায়। আমাদেরও যেতে হবে সেই যান্ত্রিক শহরে। আবার সেই ক্লান্তিকর একঘেয়ে যান্ত্রিকতায় ডুবে যাওয়া। কিন্তু কি আর করা।
বাস্তবতা তো মানতেই হবে।
কক্সবাজারের কলাতলিতে আমি যে হোটেলে উঠেছি সেখান থেকে সমুদ্র দেখা যায়। হোটেলের বারান্দায় একটা চড়ুই পাখি খেলছে আপন মনে। এটা ঢাকায় বিরল।
সূর্যাস্তের শহরে একদিনও সূর্যাস্ত দেখিনি।
এটাই আফসোস। তবে ভাবছি আবার আসব কক্সবাজারে। এ দেখায় শেষ দেখা নয়। আবার হবে তো দেখা......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।