আল বিদা
বাসের টিকেট নাই, হোটেলে রুম নাই। কিন্তু প্ল্যান করছি কক্সবাজার - সেইন্টমার্টিন যাওয়ার। আগেও কয়েকবার প্ল্যান করে ক্যানসেল হওয়ায় এবার জিদ চেপে গিয়েছিল। তাছাড়া ঘরে থাকাটাও কঠিন হত। সবশেষে হোটেল রুম পেলাম।
তবে এক ট্যুর কোম্পানী থেকে কিছুটা বেশী টাকা দিয়ে। বাসের টিকেট পেলাম চট্টগ্রাম পর্যন্ত। তখনও সেইন্টমার্টিন কনফার্ম না।
২৫ মার্চ রাতে আমার আর গুরুর পরিবার মিলে রওয়ানা হলাম। সায়েদাবাদ থেকে বাস ছাড়ার পর দেখলাম পুরান ঢাকার ১৭ সদস্য বিশিষ্ট এক পরিবার কক্সবাজার যাচ্ছে।
যাদের আনন্দের শেষ নাই। পুরো বাস নিজের মনে করে তারা গাইলেন, নাচলেন, খাইলেন, হুড়াহুড়ি করলেন, সিগারেট খেলেন এবং ঝগড়া করলেন। আমরা বিরক্ত হলেও কিছু বলতে পারলাম না। কুমিল্লার নুরজাহান হোটেলে নেমে আমরা তাদের সাথে পরিচিত হলাম। গুরু জানতে চাইল কক্সবাজারে তাদের হোটেলের ঠিকানা আর সেইন্টমার্টিন যাওয়ার কোন প্ল্যন আছে কিনা।
আমরা ভয় পাচ্ছিলাম তাদের সাথে আরও দেখা হওয়ার।
চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু আরিফ জয়েন করল। এবার আমাদের যাত্রা কক্সবাজার।
আমি কি আর লিখবঅঅঅ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।