আল বিদা
Click This Link
আগামী পর্বে ছেড়াদ্বীপ যাওয়ার বর্ননা দেয়ার চেষ্টা করব। আমি জানি না ঐ বর্ননা দিতে পারব কিনা ...............................
পরদিন ভোরে উঠে আমরা ট্রলার দেখে আসলাম ছেড়াদ্বীপ যাওয়ার। ঠিক হল ৮ টার সময় রওয়ানা হব। জেটির কাছে সোনার গা হোটেলে নাস্তা করে ট্রলারের কাছে গেলাম। ট্রলার দেখে ভাবীরা ভয় পেল।
তবুও উঠে পড়ল। আয়াতুল কুরসী পড়ে রওনা হওয়ার প্রস্তুতি নিলাম। মাঝিরা বলতে ছিল বেশী না নড়তে। এই কথায় একটু খটকা লাগল।
..................................................... ...................................... ......................................................... ............................................ .....................................
এই গল্প আমি আর লিখতে পারব না।
বুঝতে পারছেন যাওয়া হয়নি। জেটিতেই কোস্টগার্ড আটকে দিল ট্রলারের ছেড়াদ্বীপ যাওয়ার অনুমতি না থাকায়। আজও ভাবীরা ঐ ট্রলারকে নৌকা বলে। আমাদের সাথে ধ্রুব ছিল। ওকে নিয়ে তো আর রিস্ক নেয়া যায় না।
ছবির এই ট্রলারে যাচ্ছিলাম ছেড়াদ্বীপ।
(ট্রলারের ভুলটা আমারই ছিল। ধ্রুব বড় হলে ওকে সরি বলতে হবে। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।