আমাদের কথা খুঁজে নিন

   

দাদাদের ঈদ উপহার ডাইল আর ভাজি

প্রত্যেকটি মানুষই অন্যদের থেকে আলাদা। আমিও তার ব্যতিক্রম নই। মুহূর্মুহূ বাজি ফোটানোর শব্দে মনে হচ্ছে আমি কোন যুদ্ধরত শহরে বাস করছি। প্রায় প্রতি সেকেন্ডে একটি করে বাজি পোড়ানো হচ্ছে। দাদাবাবুদের দেশ থেকে আসা সস্তা এসব বাজি খুব সহজেই মোড়ের দোকানে পাওয়া যাচ্ছে।

এসব নিয়ে পুলিশ প্রশাসনের আদৌও কোন মাথা ব্যথা আসে কিনা সন্দেহ। দুবছর আগেও ঈদের আগে এসব বাজি পাওয়া যেত না। আর এখন এমন দুই সেকেন্ড অতিবাহিতে হচ্ছে না যেখানে এসব পটকা বাজি না পোড়ানো হচ্ছে। কি বিচিত্র এ দেশ। আমাদের বর্ডার দিয়ে কত সহজেই এসব নিষিদ্ধ আতশবাজি-পটকা প্রবেশ করছে।

এসব দেখে সহজেই অনুমান করতে পারি যে আমাদের বর্ডারের অবস্থা কিরূপ। বিএসএফের প্রত্যক্ষ মদদে আর নির্বিকার বিডিআর এর বদৌলতে খুব সহজেই এসব ডাইল আর ভাজি (পড়তে হবে ফেনসিডিল আর বাজি) আমাদের দেশে প্রবেশ করে। বিএসএফের গুলিতে এত লোক প্রাণ হারায়, কোনদিন তো দেখলাম না একজন স্মাগলার মারা পড়েছে। মারা পড়বে কিভাবে ওদেরকে তো এসব কাজ দিয়েই বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.