ক্রিকেট বিশ্বি ইন্ডিয়া যা শুরু করেছে, ভবিষ্যতে সম্ভাব্য কী কী আবদার ইন্ডিয়ার পক্ষ হতে করা হতে পারে তার একটি কাল্পনিক তালিকাঃ
১) টীম ইন্ডিয়া কখনই নিজের দেশের বাইরে ভূলেও খেলতে যাইবে না। আর খেললেও যেইসব ম্যাচে গো-হারা হারবে, ওইগুলারে ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে ডিক্লেয়ার করতে হইবে।
২) যদি কোন কারণে ইন্ডিয়া নিজ দেশের বাইরে খেলতে যায়, তাহলে ইন্ডিয়ার পীচ প্ল্যান এ করে নিয়ে যেই মাঠে খেলা হবে সেই মাঠে বসাইতে হবে।
৩) টসে হারুক আর জিতুক, ইন্ডিয়ারে আগে ব্যাটিং করার সুযোগ দিতে হবে।
৪) টীম ইন্ডিয়ারে পুরা ৫০ ওভার ব্যাটিং পাওয়ার প্লে খেলতে দিতে হবে।
আর বিপক্ষ দলের জন্য ব্যাটিং এর পাওয়ার প্লে মাত্র দশ ওভার।
৫) টিম ইন্ডিয়ার ফরম্যাট হবে = ১০ জন ব্যাটসম্যান, ১ জন কীপার, (ব্যাটিং এর সময়) এবং ১০ জন বোলার, ১ জন কীপার (বোলিং এর সময়)
৬) ইন্ডিয়ার যেই ব্যাটসম্যান বেশি রান করবে, সেই ব্যাটসম্যান যদি পুরা ৫০ ওভার না খেলতে পারে, তাহলে সে আউট হইলেও আউট দেয়া যাবে না।
৭) বাউন্ডারী সীমানার কিঞ্চিৎ আগে ড্রপ খাইয়া বল যদি মাঠের বাইরে যায়, তাহলে তাকে বিশেষ বিবেচনায় ছক্কা হিসেবে ঘোষণা দিতে হবে।
৮) ইন্ডিয়ার ব্যাটসম্যান এর জন্য এল বি ডব্লিঊ আউট বাদ দিতে হবে।
৯) বল বাউন্স খাইয়া কোমরের উচা উঠিলেই নো বল দিতে হইবে।
১০) অফ স্টাম্পের বাইরের বল যদি ব্যাট চালাইয়া না লাগাইতে পারে তাহলে সাথে সাথে ওয়াইড বল।
১১) বিপক্ষ দলের কোন বোলার যদি দূর্দান্ত বোলিং করে তাইলে ইন্ডিয়ার ব্যাটসম্যান চাইলেই আম্পায়ারের কাছে নালিশ জানাইতে পারিবে "খেলুম না ওর বল"
১২) একটু জোরে বল করলেই নো বল ডাকিতে হইবে।
১৩) যদি কোন কারণে পুরা ৫০ ওভার শেষ করার আগেই অল আউট হইয়া যায়, তাহলে বিপক্ষ দল ব্যাটিং এর সময় ঠিক তত সংখ্যক ওভার ব্যাট করিতে দিবে যত ওভার ইন্ডিয়ার টীম ব্যাটিং করিয়াছিল।
১৪) ইন্ডিয়ার বোলারদের কোন ওভার রেস্ট্রিকশন থাকতে পারবে না। যেই বোলার ভাল বল করতে পারবে, সেই বোলার যত খুশি তত বল করার সুযোগ পাবে।
১৫) ইন্ডিয়ার বোলার বল করবার সময় কোন ওয়াইড বল দেয়া যাবে না। আর নো বলের ত প্রশ্নই আসেনা হোক তা মাথার দেড় হাত উপর দিয়া যাক।
১৬) ইন্ডিয়ান বোলারদের আনলিমিটেড থার্ড আম্পায়ার রিভিউ করিবার সুযোগ দিতে হইবে।
১৭) ইন্ডিয়ান বোলারদের পেস একটু কম থাকায়, উহাদের বোলিং এর সময় পীচ খানিক ছোট করতে হবে।
১৮) ইন্ডিয়ান ফীল্ডাররা যদি কোন ক্যাচ ড্রপ করে, তাহলে ড্রপ করার তিন সেকেন্ডের মধ্যে যদি তাহা মাঠি থেকে উঠাইয়া পুনরায় হাতে নিতে সক্ষম হয় তাহলে আউট দিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।