মানুষ ভুলের ঊর্ধে নয় সংশোধনের পথ ধরেই শুদ্ধতায় পৈৗঁছতে হয়, একে অপরের ভুল ‘শুদ্ধিয়ে’ দিলে তবেই সমাজ ভুলমুক্ত হয় হায়! আমাদের হিমশীতল রক্তে সামান্যও যদি উত্তাপ সৃষ্টি হত! -সিংহ শাবক ভুলে গেছে তার পুরাতন পরিচয় শৃগালের গুহে মিশে শিখিয়াছে পলায়নি কৌশল ! চেতনার কবি -ফররুখ আহমদ জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম চাঁপাইনবাগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে ফারুক (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ফারুকের বাবা উপজেলার মোনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, তার শুক্রবার দিবাগত ১২টার দিকে ভারতে গরু আনতে যায়। ফেরার পথে ভারতীয় ১২ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে আসার সময় ভারতের সগদুলপুর ১২৫ বিএসএফ সদস্যরা গুলি চালালে সে ঘটনাস্থলেই মারা যায়। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা এবং শনিবার ভোরে দু’দফা গুলির শব্দ পাওয়া যায়। তার ধারণা, এ দু’সময়ের কোনো এক সময়ে বিএসএফের গুলিতে মারা যায় ফারুক। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিহত যুককের লাশ বাংলাদেশি সীমান্ত পিলার ১৭৫ বিপরীতে ভারতের অভ্যন্তরে পড়েছিল। ১৭৫ পিলার অঞ্চল বিজিবির চৌকা সীমান্ত ফাঁড়ির অধীনে। বিজিবি মোনাকষা ক্যাম্পের সুবেদার মো. আবদুল গফুর বাংলানিউজকে জানান, ‘বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হওয়ার কথা শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’ বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১২ দাদাদের পক্ষ হতে আমাদরকে পহেলা বৈশাখে উপহার............................................. দাদারা কত মহান!!!!!!!!!!!!!!!!! আমরা দাদাদের সংস্কৃতি দিয়ে নববর্ষ পালন করি তাই দাদারা খুশিতে........... অথচ আমরা মুসলিম জাতি,আমাদের নিজস্ব সংস্কৃতি আছে,ঐতিহ্য আছে..... তবুও আমরা হিন্দুসংস্কৃতি নিয়ে মেতে উঠি..... আর বিনিময়ে গ্রহণ করি আমাদের “ফারুক” ভাইদের লাশ আর আওয়াজ তুলি-পহেলা বৈশাখ এপার-ওপার বাঙালীদের মাঝে একাত্ব ঘোষণা করে...........................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।