আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুদ বর্তমান!!!

জীবনটা মাঝে মাঝে বড় অদ্ভুদ লাগে। মনে হয় যেন ভুলের মাঝে বসবাস। আসলে আমরা যারা জীবনের তাগিদে রাজধানী তে থাকি তাদের বাড়ি যাবার জন্য মন সবসময় উতলা থাকে। আর যখন যাওয়া সম্ভব হয় না, তখন সব কিসু অর্থহীন লাগে। বন্ধুরা গালি দেয়, বাবা মা কষ্ট পায়।

কিন্তু আমাকে নির্বিকার থাকতে হয়। স্ত্রীকে ঘরে একা রেখে অফিসে আসতে আসতে মনে হয় জীবন আমার সাথে প্রহসন করসে না আমি জীবনের মানে বুঝতে ভুল করসি??? তবে কলিগ রা ঠিক কলিগ নয়, সবাই বন্ধুসম হওয়াতে রক্ষা, নইলে যে মাঠে মারা যেতাম। যে ছেলেটি কখনো ভাবেনি বাবা মা কে রেখে ঈদ উদযাপন করবে, সে আজ দিব্যি অফিস কে সময় দিছ্ছে। আসলেই কি এর নাম জীবন???? সবচে বেশি মিস করব নিজ বাবা মা, ভাই, ভাবি, ভাতিযা, বন্ধুদের, আর আমার প্রিয় শহর। তারপরও এগিয়ে জেতে হবে জানি।

এগিয়ে যাব লক্ষ্যের দিকে..... যেতে যে আমাকে হবেই.....। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।