খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
খুব দূর থেকে যদি উঁকি দেয় দূর নক্ষত্রের বর্ণময় রশ্মি
জীবনের বেলকুনিতে কুর্ণিশ করে আলোকপ্রভা
যদি অভিলাশের অভিপ্রায় কিন্ঝিত পরিমানে দাবি তুলে
প্রাত্যহিক জীবনে। তাহলে ভেবে নেয়ার কোন কারন নেই দূরিভুত অন্ধকার । অর্থহীন অযৌক্তিক দাবি তুলে নিজেকে আর অযাচিত করোনা
অবহেলায় দিনগুলো বর্ণহীন করার অধিকার কে দিয়েছে তোমায়।
শিরার সাথে রক্তের সম্পর্ক কে কবে ছিঁড়ে ফেলতে পেরেছো বলো!
পৃথিবীতে অর্থহীন বলে কিছু নেই, যা দেখছো কিছুটা হলেও মৌলিক
উপস্হিতির নিশ্চয়তা বিধানে দুর্ভাগ্যের আধিক্য হতেই পারে
মানূষের বেদনাদায়ক ভুমিকা কষ্টের খাতাই পূর্ণ করে শুধু
চরিত্রের এতো বিচিত্রতা দেখে হাল ছাড়ার কি আছে!
মানুষ মানুষের জন্য কবে কি এমন করেছে
দুঃসময়ের তিমির রাত্রি সহসাই কেটে যাবে
কঠিন সব মহুর্তগুলো বিশ্বাসে লালন করো,
তোমার জন্ম পৃথিবীকে আলো দিয়েছে
অন্ধকারে হাটতে হাটতেই আলোর সন্ধান পেয়ে যাবে তুমি।
তুমিতো স্বতন্ত্র মহয়সি
কোন ষড়যন্ত্রই তোমাকে দলীত মোদিত করিতে পারিবেনা
আমি দিব্যি দেখিতে পাই দারুন এক মানুষ তোমার ভিতর
সে মানুষটাকে আমার ভালো লাগে ,যদি কখনো সুযোগ পাই
আমি তা স্পর্শ করিয়া দেখিব;
দুঃখ করোনা জীবন এমনই, যা গেছে আরো যা যাবে তা পরিমানে সামান্যই,
অসামান্যতা যার তার সামান্যতা কিসের!
তোমাকে নিয়ে প্রতিহিংসার আগুন জ্বলছে পৃথিবী জুড়ে
হায়! অসীম সীমানা যার তাকে বাঁধতে চায় সীমানার কাটাঁ তার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।