এর আগেও বলেছিলাম- মৌ- অদ্ভুদ সুন্দর মেয়েটাকে যতবার দেখি তত্তবার মুগ্ধ হই! কি সুন্দর চুল/ দেখতে অদ্ভুত সুন্দর/ ফিগার ও সুন্দর! বড় হচ্ছে যত সুন্দর হচ্ছে তত! কিন্তু মেয়েটা অটিস্টিক ! হাঁটতে পারে না ঠিক মত/ কথাও বলতে পারে না তবে বোঝে সব!
>> এখন পর্যন্ত অন্তত এ এলাকার কেউ ওকে প্রতিবন্ধী বলে ক্ষ্যাপায় নাই/ সবাই আদর করে! কিন্তু ওর মত অনেক শিশু আছে যারা প্রতিমুহূর্তে আমাদের মত অমানুষদের দ্বারা কটু কথার শিকার হচ্ছে! সমাজে এখনো এইসব বাচ্চাদের অবহেলা করা হয়! অন্য চোখে দেখা হয়!
>> এখন পর্যন্ত মৌ পাড়ার এক বদমাশ ছেলে দ্বারা একদিন বিপদগ্রস্ত হয়েছে মাত্র কিন্তু বলা যায় না- আবার কখন কি ঘটে! মৌ এর মত অটিস্টিক অনেক শিশুই নির্যাতনের শিকার হয় কিন্তু বলতে পারে না...!
>> এইসব শিশুরা খুব অল্প সংখ্যক-ই পরিবারে মর্যাদা পায়, ভালবাসা পায়/ আদর- স্নেহ পায় বাকিরা যেমন-তেমন ভাবে মানুষ হয়! পরিবারেই এদের বোঝা মনে করা হয়! আর সমাজ এর মানুষ তো এদের চরম অবহেলায় দেখে ... এরা ঠিকমত চিকিৎসাসেবাও পায় না!
>>> আসুন মৌ এর মত অটিস্টিক শিশুদেরকে অবহেলা/ অযত্নে নয় সমাজে আর ১০টা মানুষের মত ভাল ভাবে বেঁচে থাকার অধিকার দেই! প্রথমেই নিজের বাবা-মা’কে এই বিষয়ে সচেতন হতে হবে! এরপর আমরা যারা সমাজে বাস করি তাদের সচেতন হতে হবে, এদেরকে আর ১০টা স্বাভাবিক শিশুর মত করে বেঁচে থাকার অধিকার আমাদেরকেই দিতে হবে!
>>> এমনিতেই এদের অবহেলার চোখে দেখা হয় এরপর আজকাল অনেকে গালি হিসেবে বুদ্ধি প্রতিবন্ধী কথাটা ব্যবহার করে! ভেবে দেখুন তো এটা কি ঠিক?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।