আমি জীবন ভালবাসি। বিচিত্র ও সুন্দর এই মানব জীবনকে। পরজনম নিয়ে খুব একটা ভাবি না। নিবিড় ভাবে উপভোগ করতে চাই এই জীবনের খুব সুখের অথবা খুব দুখের প্রতিটি মুহূর্তকেই। তাইতো বেড়িয়ে পরি...জীবন দেখার পথে, জীবনগুলো মেশার পথে, যে পথে জীবনটা প্রকৃতই উপভোগ্য সংগত কারণে রমযান মাস আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি এর একটা এক্সাম্পল হিসেবে বেশ যায়!! যারা ঈমানের সাথে সারা মাস রোজা রেখেছে, তাদের কাছে মাসটা একটু কষ্ট হলেও বেশ তৃপ্তির সাথে তাড়াতাড়িই কেটে গেছে!! অন্যদিকে, রোজা রাখেনি কিন্তু দুপুরের খাওয়াদাওয়া অথবা স্মোকিং এর জন্য যাদের নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে তাদের ক্ষেত্রে মাসটা একটু দীর্ঘই ঠেকে!! যাইহোক, রমযান হ্রস্ব-দীর্ঘ যার যেমনি কাটুক না কেন...ঈদ সবার হউক বাম্পার হিট...ঈদ মুবারাক...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।