আমাদের কথা খুঁজে নিন

   

সার্বজনীন অধিকার ।




হাক্কুল ইবাদ বা বান্দার হক আমাদের মুখে মুখে আলোচিত আন্যতম প্রচলিত বাক্য । আমরা কি জানি বান্দার হক এর সীমারেখা কতটুকু । মানুষ একা বাস করতে পারেনা । মানুষ সামাজিক জীব । সুখে শান্তিতে বসবাস করার জন্য তাকে পিতা -মাতা ,ভাই- বোন , আত্বীয়-স্বজন , পারা প্রতিবেশীদের সহিত মিলেমিশে থাকতে হয় ।

সুখে-দুঃখে পরস্পরকে সাহায্য সহযোগিতা করতে হয় । দুঃখ গুলি নিজের মনে চেপে রাখে সুখকে সবার মাঝে ছড়িয়ে দিতে হয় । পিতা-মাতা, ভাইবোনদের প্রতি সন্মান, স্নেহ- ভালবাসা প্রদর্শন ,আদেশ নিষেধ মেনে চলা , তাদের সঠিক মতামতের গুরুত্ব দেয়া তাদের নিরাপত্বা বিধান করা এবং তাদের যাবতীয় আধিকার আদায় করতে হয় । এক জন মুসলমানকে শুধু নিজের পরিবার নায় তাদের দুরবর্তি আত্বীয় স্বজন , প্রতিবেশী সবার সাথে সম্প্রীতি, সুসম্পর্ক এবং ভ্রাত্বত্যের বন্ধন বজায় রাখা অপরিহার্জ । তাদের সামর্থ অনুযায়ী সাহায্য সহযোগিতা করা , প্রয়োজনে তাদের পরামর্শ নেয়া এবং সুপরামর্শ দেয়া ও অপরিহার্য।

এই হক শুধু আত্বীয় সজন আর পারা প্রতিবেশীতেই সীমাবদ্ব নয় এই হকের মাঝে দেশের আন্যান্য জন সাধারণ , সাধারণ মুসলমান , অভাবী লোকজন এমন কি আমুসলিমদের জন্যও নির্দৃস্ট হক রয়েছে । সত্যিকারের মুসলমান হতে হলে সবাইকে অবশ্যই অবশ্যই সবার হক যথাযথ আদায় করতেই হবে । ভুললে চলবেনা যে আল্লাহ্‌র রাসুল সাঃ বলেছেন “ আত্বীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.