আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ... এ কেমন চলছে খেলা আজব খেলা এমন আজব দেশে
এদেশে অর্থ টাকা সবই আছে চরিত্রে ভেজাল মেশে।
এখানে কিছু মানুষ অনাহারি কিছু মানুষ ধনী
তবু ক্ষমতাধর নেতারা সব শোনায় আশার বাণী।
এখানে কেউ বাঁচে ছেড়া বস্ত্রে কারো ডাবল জামা,
একটা পেলাম চাচার কাছে একটা দিলো মামা।
কারো মাথার ছাদ থাকেনা ফুটপাতে বসবাস
কারো এসি ছাড়া দম বন্ধ লাইফ ফার্স্ট ক্লাস।
শিশুরা পায়না কোনো শিক্ষা তারা চকলেট বেঁচে খায়
কেউ বড় বড় ডিগ্রী নিতে অক্সফোর্ড যেতে চায়।
এখানে বলছে যারা করছে যারা অধিকারের চর্চা
তাদের কাছেই বন্ধ পাবে অধিকারের দরজা।
এখানে নাই অধিকার মত প্রকাশে স্বাধীনতা কই?
"স্বাধীনতা" শব্দ খুঁজতে পড়তে হবে বই।
এদেশে নাই অধিকার তোমার আমার নাই অধিকার কোনো
তবু অধিকারের কথা তুমি তাদের মুখে শোনো।
নাই অধিকার নাই এখান কোনো কিছুর অধিকার
তবু গলাবাজী চলছে চলবে, বল....মানবাধিকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।