আমাদের কথা খুঁজে নিন

   

আমি দয়ার সাগর, আপনি?

আমার লেখা পড়ে.................. গিয়েছিলাম শপিং-এ । বড় বড় শপিং মল । দামী পোশাকে নিজেকে দামী বানানোর চেষ্টা । আমি আর বন্ধু দু’’’’’জনই এক সাথে । বড় ভালো লাগলো মানুষের দামী কেনাকাটার ক্ষমতা দেখে ।

শার্ট-এর দাম প্রায় ৩০০০ হাজার । ৫০০০ টাকার নিচে মেয়েদের কি পোশাক হয় না? বন্ধু খুবই দামী মানুষ । সরকারের তৃতীয় শ্রেণীর কর্মচারী আর কাজে আসা মানুষের কাছে কর্মকর্তা । ৩০০০ টাকা দামের প্যান্ট না কিনলে তার কি মান সম্মান থাকে ? তার বৌ নাকি শাড়ী কিনেছে ২২৫০০ টাকা দিয়ে । টাকাতো খরচ করার জন্যই ।

আমি আর বন্ধু প্রায় একই দামের পোশাক কিনেছি । বন্ধুত্বতো হয় সমানে সমানে তাই না? শপিং সেরে মার্কেট থেকে বেরিয়ে আসছিলাম । সামনে এসে হাত মেলে দাড়ালো ৮০/৮৫ বছরের একজন । সাথে সাথে চোখে পানি এসে গেল । লুঙ্গি দিয়ে [প্যান্টের মাপ ঠিকমত হয় কিনা তাই লুঙ্গি পরে গেছিলাম ।

আরেক বন্ধুর টেক্সটাইল মিলের লুঙ্গি} সাথে সাথে চোখের পানি মুছলাম । লুঙ্গি তোলার সাথে সাথে মাথায় একটা বিষয় আইলো । কোন বদ পোলাপাইন যদি ফটো তুইল্লা ফালায়? ছবি তুইল্লা যদি ফেবু/ইউটিউব-মিউবে ছাইড়া দেয়? যদিও আমি এসব বুঝি না । এখন ২০০০ টাকার মোবাইলেও ফটু তোলা যায় । আমার নিজের পকেটের মোবাইলের দামই ৭০,০০ হাজার ।

এটা নিয়া পড়লাম বিরাট টেনশানে । লগে লগে মাথায় ঝঙ্ক কইরা একটা বুদ্ধি চইলা আসলো । লুঙ্গি আর মূখ থেকে নামামুই না । একটু পথ হেটে গেলেই গাড়ী । গাড়ী কিনছি এই ঈদ উপলক্ষেই ।

সস্তায় পাইছি ,৩৫০০০০০ মাত্র। আসল কথায় আসি- ঐ বুড়ির জন্যে কষ্টে বুক ফাইট্টা যাইতেছিল । দয়ার শরীর, কি আর করমু । সাথে সাথে একহাত পকেটে দিয়া এক হাত দিয়া মানি ব্যাগ খুললাম (একহাত দিয়া মানিব্যাগ বের করা. েখোলা খুবউই কষ্টের ব্যাপার । ) ।

কপালই খারাপ । এমন ভাবে আমি সব সময় কাজ করি যাতে মানুষের ও দেশের সরাসরি উপকার হয় । মানিব্যাগ ভর্তি ১০০০,৫০০ টাকার নোট (আপনারাই বলেন এখন ১০০ টাকায় কি পাওয়া যায়?) । কি দেই বুড়ি মারে । বন্ধু কইলো বাদ দে ।

না কেমেনে বাদ দেই ? বাদ দিলেতো ঘুমই হইবো না, নিজের সামর্থ্য মতন দান খয়রাত করা উচিত । না হইলে মানুষ হিসাবেই পরিচয় থাকে না । আর আমরা না দিলে ওরা পাবে কই, খাবে কি? । পরে মেলা কষ্টে ২ টাকা পাইলাম । একটাকা হলে ভালো হতো ।

চালের যা দাম, ২ টাকা অনেক টাকা । অথবা ২টা ১টাকার নোট/কয়েণ হইলে ভালো হতো । দুইজনকে দেওয়া যেত । বুড়িকে ২টাকা দেওয়াতে খালি বুড়ির না , রাষ্ট্রেরও উপকার হইছে । এই নোটটার যাতা অবস্থা ।

আমিও ভুলে গেছিলাম । হয়ত বুড়ি সামনে না এস দাড়ালে দেশের অর্থনিতী থেকে এই ২টাকা চিরতরে হারিয়ে যেত । ভাইসব, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্ববান আপনারাও দানবীর হন । গরীব দুঃখীকে দান করুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.