আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের চাওয়া পাওয়া আর পাওয়া না পাওয়া।।

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল আমরা কি চাই? কি পাই? কথায় আছে যাহা চাই তা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আসলেই আমরা চাওয়া ও পাওয়ার হিসাব কখনোই মিলাতে পারি না। মনোবিজ্ঞানে বলে, প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম হলে হতাশা অবশ্যম্ভাবী আর প্রাপ্তি বেশি হলে আনন্দের জোয়ারে ভাসি। বাংলাদেশের মানুষ খুবই আবেগ প্রবণ।

প্রাপ্তি কম বা বেশি হোক আনন্দ বা হতাশার আতিশয্য দেখাতে কার্পণ্য করি না। আমরা চাই। কেউ চাকরি চাই, কেউ টাকা চাই, কেউ আনন্দ বা সুখ চাই। কেউ কেউ দুঃখও চাই। দুঃখ পেতে চাওয়ার চেয়ে দিতে বেশি চাই।

কিন্তু কার কাছে চাই? কে দেবে? রবীন্দ্রনাথের একটি কথা আছে-- আমরা সকল কাজে পরের প্রত্যাশা করি কিন্তু বিন্দুমাত্র আত্মত্যাগ করি না। আসলে যে কোনো প্রত্যাশাই পরিমিত হওয়াই বাঞ্ছনীয়। এই যে ঈদের সময় কোটি লোক একসাথে বাড়ী ফিরবেন, কিন্তু আমরা চাই রাস্তায় ট্রাফিক জাম হবে না। লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলা নিষেধ জেনেও মালিকরা মাঝ নদীতে গিয়েও যাত্রী তুলবেন এবং বাড়ী যেতেই হবে তাই লঞ্চে উঠবেন। ট্রেনের ছাদে উঠবেন বাসের মাথায় বসবেন।

আর দুর্ঘটনা ঘটলে -- কেষ্ট বেটাই চোর। অবশ্য কেষ্ট বেটারা যখন দায়িত্ব নিচ্ছেন তখন দোষটাও তাদের নিতে হবে বৈ কি? অপরিণত চাওয়া কখনো পূর্ণ হয় না। তাই যা চাই তা পাই না। ঈদ আসছে। আমরা চাই ঈদের হাসি সবার ঘরে আসুক।

কিন্তু কার ঘরে কেমন হাসি সেটাযে আমরা জানি না তাও তো না। বাজার সদাই করতে মধ্যবিত্তের বোনাস শেষ সাথে সাথে ধার করাও সারা। একেকটা ঈদ একটি দিনের আনন্দ বটে কিন্তু পরের মাসগুলোতে ত্রাহি মধূসূদন। নিম্নবিত্তের ঈদ তো আরো কষ্টকর। সেদিন পত্রিকায় দেখলাম--- এক বাবা দুই সন্তানকে পদ্মায় ফেলে দিয়েছে।

ঘটনাটা পৈশাচিক ও বর্বর। কিন্তু বাবা বলছে অভাবের তাড়নায় ভাতের সংস্থান করতে না পেরে সে এটা করেছে। হয়তোবা বাবাটির কথা সঠিক নয়। কিন্তু বাস্তবতাতো সেটাই। যারা নিজের খাদ্যের সংস্থান করতে পারে না তাদের জীবনে ঈদ তো একটি বাড়তি দুঃখ।

আনন্দটা কেবল বিত্তবানদের জন্যই। কিন্তু সেটিও কেবল লোক দেখানোর জন্য । মনের আনন্দটা কোথায় তা কিন্তু আসলেই কেউ জানে না। তবে একটি জিনিস দিতে বা পেতে আমাদের খারাপ লাগে না। বরং ভালই লাগে।

সেটি শুভেচ্ছা। দুই প্রধান দলের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। আসলেই কি তা শুভ ইচ্ছা??? তারপরও শুভেচ্ছা চাই, শুভেচ্ছা জানাই। পাওয়া না পাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে আসুস সবাইকে শুভেচ্ছা জানাই।

কারন এ জন্য পয়সা লাগে না। লাগে হৃদয়। ঈদ উল ফিতরে সকলকে প্রাণঢালা শুভেচ্ছা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।