শেষ মিনিটে ফেনী সকারের তরুণ স্ট্রাইকার সজীবের আচমকা শটে কপাল পুড়েছে আবাহনীর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-১ এ এগিয়ে থাকা আবাহনী আগের ম্যাচের মতো ড্র করল। এই ড্রয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্নও অনেকটা ফিকে হয়ে গেল সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়নদের।
ম্যাচের ৪৫ মিনিটে পেনাল্টি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ফেনী সকার। গোল করেন আকবর (১-০)।
এরপর গোল খেয়ে একটু নড়েচড়ে বসে আবাহনী। ৭৫ মিনিটে কোমলের ক্রস থেকে মিশু মাথা ছুঁইয়ে আবাহনীকে সমতায় ফেরান (১-১)। ঠিক পরের মিনিটে শাহেদের গোলে এগিয়ে যায় আবাহনী (২-১)। এরপর ৮২ মিনিটে ঘটেছে পেনাল্টি মিসের ঘটনা। মিশুর ব্যর্থতার মাসুল গুণতে হয়েছে আবাহনীকে।
আর ম্যাচের অন্তিম মুহূর্তে সজীবের গোলে মাথা নিচু করে মাঠ ছেড়েছেন ওয়ালি ফয়সাল, আরমান আজিজরা।
আজকের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল। ৫৩ মিনিটে কর্নার থেকে হেড করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন কাঞ্চন। এর চার মিনিট পর গোল শোধ করেন উইঙ্গার জাহিদ। ৮৮ মিনিটে মুক্তিযোদ্ধার কফিনে শেষ পেরেকটি ঠোকেন আনোয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।