বৃহস্পতিবার আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু জানান, “আলী আকবরের সঙ্গে আমাদের কথাবার্তা প্রায় চূড়ান্ত। তিনি বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যে তার ঢাকায় এসে পৌঁছানোর কথা।
২০১০-১১ এবং ২০১১-১২ মৌসুমে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন পোরমুসলিমি। ২০১১-১২ মৌসুমে আবাহনীকে পেশাদার ফুটবল লিগের চতুর্থ শিরোপা এনে দেয়ার কৃতিত্ব তার।
খেলোয়াড়দের ঠিকভাবে পরিচালনা করতে না পারার অভিযোগে বুধবার অস্ট্রেলীয় কোচ নাথান হলকে অব্যাহতি দেয় আবাহনী। বুধবার রাতেই থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন গত ১৭ অক্টোবর আবাহনীর দায়িত্ব নেয়া হল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।