ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ১-১ গোলে ফেনী সকার ক্লাবের সঙ্গে ড্র করেছে।
দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর ১৫ ম্যাচ থেকে সংগ্রহ ২৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেখ রাসেলের আর দুটি এবং গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর মাত্র একটি ম্যাচ বাকি।
আগামী বুধবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ড্র করলেই এ মৌসুমে ‘ট্রেবল’ অর্থাৎ ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও ফুটবল লিগের শিরোপা উঠবে শেখ রাসেলের ঘরে।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজেএমসির জয়ের নায়ক তখলিস আহমেদ। তিন গোলের দুটোই জাতীয় দলের এই স্ট্রাইকারের। অন্য গোলটির নির্মাতাও তিনি।
১৭ মিনিটে মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজের পাস থেকে তখলিস এগিয়ে দেন বিজেএমসিকে। ৩০ মিনিটে তখলিসের ক্রসেই আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বানগুরা।
বিরতির মিনিট চারেক আগে আবার বিজেএমসির উল্লাস। মোখলেসুর রহমানের ব্যাক পাস ধরে আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন তখলিস। খেলার ফলাফল নিয়ে অনিশ্চয়তারও সেখানেই সমাপ্তি।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মিডফিল্ডার ওমর ফারুক বাবুর দ্বিতীয় হলুদ কার্ড বিজেএমসিকে দশ জনের দলে পরিণত করলেও তাতে আবাহনীর কোনো লাভ হয়নি।
৭৭ মিনিটে আবাহনীর সান্ত্বনার গোলটি স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনির।
এই জয়ে পঞ্চম স্থানে থাকা বিজেএমসির ১৫ ম্যাচ থেকে সংগ্রহ ২৩ পয়েন্ট।
খেলা শেষে আবাহনীর ইরানি কোচ আরদেশিয়ার পুর্নেমাত খেলোয়াড়দের দায়ী করে বলেন, “দলের ভেতরের চরম অব্যবস্থাপনাই এই হারের কারণ। খেলোয়াড়দের ওপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তারা কারো কথা শোনে না। এভাবে ম্যাচ জেতা সম্ভব নয়।
”
অন্যদিকে বিজেএমসির কোচ জাকারিয়া বাবু খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সাফল্য পেয়েছি। তাদের পারফরম্যান্স প্রশংসনীয়। এই জয়ের জন্য খেলোয়াড়রাই সবচেয়ে বেশি কৃতিত্বের দাবিদার। ”
ফেনীতে ৩১ মিনিটে লাইবেরীয় স্ট্রাইকার অ্যান্থনি পেলেডোর গোলে এগিয়ে যায় সকার ক্লাব। ৭১ মিনিটে মোহামেডানের ঘানার স্ট্রাইকার ওসই মরিসন সমতা নিয়ে আসেন ম্যাচে।
১১ গোল নিয়ে মরিসনই এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।
শেষ ম্যাচ খেলে ফেলা মোহামেডান আপাতত লিগের চতুর্থ স্থানে আছে। ১৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২৫।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।