আমাদের কথা খুঁজে নিন

   

জীবন জ্যোতি

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... কুন্তল তার রেশমি কোমল ফুল যায় খসি, মুগ্ধ আমার চোখ চেয়ে থাকে প্রাণে ঝড় পুষি। কপালেতে তার ভোরের আলোক সূর্য টিপ পড়া, পথ হারানো পথিক খুঁজে পথ দিতে চায় ধরা। চোখ তার কি রহস্যের আধার অথৈ গভীরতা, না বলেও যায় সে আমায় বলে অব্যক্ত কথা। নাক তার গতিময় তীর যেন বিধে আছে বুকে, সেই যে তীরের আঘাতের ক্ষত আমি আছি দুখে। গাল তার রক্তিম জামরুল ধ্যান যায় ছুটে, তপ্ত প্রাণ তৃষ্ণায় কাতর প্রেমো ফুল ফুটে।

ঠোঁট তার সুখের পূর্ণ আধার যেন সুখ পাখি, মন চায় বন্দী করে খাঁচায় যেন তারে রাখি। কানে তার সোনালী ঝুমকো হাসি করে শুধু খেলা, তাই দেখেই উদাস হয় প্রাণ কাটে নাতো বেলা। গলায় তার যে শুভ্র শেফালিকা শারদ প্রতিমা, প্রকৃতির মুক্ত মানসকন্যা অপার মহিমা। হাত তার প্রসারিত দিগন্ত ছুঁয়ে যেতে চাই, ভালবাসার সুখের সীমান্তে তার দেখা নাই! বুকে তার জ্বলছে অহংকার যেন ধ্রুব ধারা, ফাগুনের লাজুক লালেতে রঙ ফুটন্ত তারা। পিঠ তার যেন বয়ে চলা নদী সুখ প্রস্রবণী, সেই জলের মায়ায় ভাসি ডুবি আরাধ্য অবনী।

নাভিতে তার রুপালি চাঁদ রূপ আলোর সিন্ধু, দেহ রূপ জ্যোছনার অপরূপ কেন্দ্র বিন্দু। কটিতে তার যে দো-দোল দোলানো হাসে তার বিছা, সেই ছন্দে না ডুবে যদি মন এ জীবন মিছা। স্বর্ণ তার ফুটে যেন পদ্ম আমি পূজয়িতা, গুপ্ত ছন্দে মুগ্ধ কবির নতুন কবিতা। নিতম্ব তার দূর তেপান্তর উঁচু নিচু ভূমি, ঐ দূরের আকাশ ছুঁয়েছে তারে দিয়ে যায় চুমি। পা তার গতি নৃত্যের মুগ্ধতা বাজিছে নূপুর, উদাস হয়ে চায় শুধু এ মন সকাল দুপুর।

মন তার কি পবিত্র সত্তা শিখা অনির্বাণ, সতত তারেই করি যে ধারণ চাই যে নির্বাণ। প্রাণে তার চপলো চঞ্চলতা মোর প্রাণে গতি, শ্রেয়সী আবার যে আনিবে তুমি এ জীবনে জ্যোতি। ১১.৩০ রাত ১৭.০৮.২০১২ ঢাকা  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.