দুই ভারতীয় জেলে নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে দুই কোপি রুপি ক্ষতিপূরণ দিয়েছে ইতালি সরকার।
মুম্বাইয়ে নিযুক্ত ইতালির কনসাল জেনারেল জিয়ামপাওলো কুতিল্লো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সহানুভূতির নিদর্শন হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে ১ কোটি রুপি করে দেওয়া হয়েছে, মৃত্যুর দায় হিসাবে নয়।
গত ফেব্রুয়ারি মাসে ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে দুই ভারতীয় জেলেকে ‘জলদস্যু’ মনে করে গুলি করে হত্যা করে ইতালির দুই নৌ সেনা। তারা ইতালির পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এনরিকা লেক্সির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
ওই ঘটনার পর ভারত ও ইটালির মধ্যে কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়।
ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ইতালীয় নৌ সেনাদের গ্রেপ্তার করে। অন্যদিকে ভারত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনে ইতালি।
ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক ইতালির দুই নৌ সেনার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। কেরালায় তাদের বিচারের প্রস্তুতি চলছে।
কুতিল্লো জানান, ভারতের উপকূলীয় শহর কোচিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর কাছে ইতোমধ্যে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।
নিহতদের আত্মীয়রা ইতালীয় নৌ সেনাদের ওপর থেকে অভিযোগ তুলে নিতে রাজি হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে কেরালা রাজ্য সরকার এখনো মামলা তুলে নেওয়ার ঘোষণা দেয়নি। এছাড়া নিহত এক জেলের স্ত্রী রয়টার্সকে বলেছেন, শুধু ক্ষতিপূরণে তিনি সন্তুষ্ট নন।
“টাকা দিয়ে আমার স্বামীর শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে- সে জন্য আমরা সর্বোচ্চ শাস্তি চাই,” বলেন তিনি।
আফ্রিকার হর্ন অন্তরীপের কাছে নিরাপত্তা টহল বৃদ্ধি করার কারণে সোমালীয় জলদস্যুরা এখন পূর্ব আরব সাগরে এসে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে। তবে ভারতের উপকূলীয় এলাকাকাকে এখনো নিরাপদ বলেই ধরা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২৫০ ঘ.
এই হল আমাদের শক্তিশালী পররাষ্ট্রনীতি র নমুনা.। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।