আমাদের কথা খুঁজে নিন

   

"আমার অনলে আজ জাগো তবে হে জীবন, জয়শ্রী জীবন!"

স্যাম্পল, কি টেস্টার! জীববিজ্ঞান, কি বিজ্ঞাপন!

কী লিখবো, কী নিয়ে লিখবো- বুঝে উঠতে পারছিলাম না একদমই। নতুন জায়গা, মানে আমার জন্য নতুন, বা আমি এখানে নতুন। তাই, হালচাল বোঝার জন্য একটু ঘাপটি মেরে চুপটি থাকা তো মনে হয় দরকারও ছিল। শুরুতেই আন্দাজের ভরে ফাল পাড়তে চাইনি, বা সাহস করিনি। কিন্তু শুরু তো থাকবে সবকিছুরই একটা।

এমনকি শেষ হওয়ার জন্য হলেও তো শুরুটা আগে হয়ে নিতে হবে। আর, কতোই বা ধৈর্য রাখা যায়! :-) কাকে কাকে চিনি, কাকে কাকে লবণ(!), কাকে চিনতে কেমন লাগছে বা কতোটুকু পারা যাচ্ছে- এভাবেই হয়তো হতে হতে হয়ে যাবে- এই আশাতেই ভাসিয়ে দিচ্ছি প্রথম ভেলাটা। এর মধ্যে আবার ঘটে গ্যালো অন্য একটি মস্ত ঘটনা! আমার খুব সামান্য সংখ্যক অমূল্য বন্ধুর অন্যতম ফারহিদা আমার একটু মাত্র পোকিং-য়ে ভীষণ মিষ্টি করে সাড়া দিয়ে এখানকার সভ্য হয়েছেন- এবং তার চেয়েও প্রণোদক ব্যাপার- একদিনের এক বেলায় তিনি কম্পিউটারে বাংলা লেখায় রীতিমতো বিপ্লবী স্বশিক্ষা-দীক্ষা-ব্রত নিয়েছেন, এবং শুরুর দিকে আমার নাম বাংলায় লিখতেই হিমশিম খেয়ে সেই প্রথম বেলারই শেষটা করেছেন নিজের ব্লগ-এর শিরোণামে "আমার অনলে আজ জাগো তবে হে জীবন, জয়শ্রী জীবন!" লিখে! তো, জেগে উঠলাম আমিও। ধন্যবাদ, ফারহিদা! কৃতী বন্ধুর এমন বিশেষ কীর্তিকে অভিবাদন জানানোর পাশাপাশি এই ব্লগ-এর সবার উদ্দেশ্যে আর সম্মানে গরিবি হ্যাট-টি নেড়ে একটু 'হাই' করে ফেলছি। শুভেচ্ছা সবাইকে, যারাই দেখবেন-পড়বেন এই (সম)ভাষণ(!), কিংবা পরেও যাদের সঙ্গে যেভাবেই দেখা হওয়ার সম্ভাবনা আছে।

শুরুর ঝাঁপটি যখন দিয়েই ফেলেছি ঘাপটি ভেঙে, তো লেখা-সাক্ষাত হবেই আশা করি এখন থেকে একে একে অনেকের সঙ্গে। কারও কাছে ব্যক্তিগত প‌্যাঁচাল মনে হয় যদি এই লেখা, তাকে সবিনয়েই বলছি কৈফিয়তে- চ্যারিটি'র মতো কতো মহৎ কিছুই তো শুরু হয় হোম-এ! না?:-) ভালো থাকেন ফারহিদা। ভালো থাকেন এই ব্লগ-এর সকল সভ্য। ভালো থাকেন সবখানে সকলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।