আমাদের কথা খুঁজে নিন

   

বিম্পি কত্ত ভালু !! আম্লীগ এত্তত্তত্তত্তগুলালালালা পঁচাচাচাচাচাচা...... !!

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !! যেই দেশের মানুষ জিডিপি বুঝে না, প্রবৃদ্ধির হার বুঝে না, জিএনআই বুঝে না, রেমিটেন্স বুঝে না, রিজার্ভ বুঝে না, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন বুঝে না, বুঝে না শিশু ও মাতৃমৃত্যুহার কমা, শিক্ষার মানোন্নোয়ন বুঝে না, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বুঝে না, বিদ্যুৎ উৎপাদন বুঝে না, সামাজিক সূচক বুঝে না, আইটি পার্ক বুঝে না, ইউনিয়ন পরিষদ থেকে উপরের স্তর পর্যন্ত ডিজিটালাইজেশন বুঝে না, তথ্য বাতায়ন এবং জেলা ওয়ান-স্টপ সেবাকেন্দ্র বুঝে না, তিরিশ হাজার টাকায় মালেশিয়া-হংকং যাওয়া বুঝে না, এক লক্ষাধিক প্রাইমারি শক্ষকের সরকারিকরণ বুঝে না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ/ উদ্বৃত্ত হওয়া বুঝে না, আমদানি-রপ্তানির ভারসাম্য বুঝে না, সমুদ্রজয় বুঝে না, চলচিত্রকে শিল্প ঘোষণা বুঝে না, চলচিত্র থেকে অশ্লীলতা দূরীকরণ বুঝে না, মঙ্গা দূরীকরণ বুঝে না, দ্রুতগতির ডেমু ট্রেন বুঝে না, ক্ষুধা ও দারিদ্র্যের হার কমানো বুঝে না, মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই বিতরণ বুঝে না সেই দেশের মানুষ কবে সচেতন হবে আর কবে সেই দেশ উন্নত দেশের তালিকায় নাম লেখাবে? ভাগ্য ভাল যে আম্লীগ নামক আবাল একটা দল এই দেশে আছে এবং মাঝে মাঝে এই দেশের ক্ষমতায় আসে। এই আবাল দল মাঝে মাঝে ক্ষমতায় এসে এইগুলার দিকে চোখ দেয়, এই সব বিষয়ে উন্নতি সাধন করার চেষ্টা করে। যেই দেশের মানুষ এগুলা বুঝে না সেই দেশের একটা সরকার বা সরকারপ্রধান জাতিসংঘ থেকে "সাউথ সাউথ এওয়ার্ড", "এমডিজি এওয়ার্ড", ইউনেস্কো শান্তি পুরস্কার", "জুলিও-কুরি শান্তি পুরস্কার" পাইলেই কী আর না পাইলেই কী? এই দেশের মানুষের জন্য দরকার হইল- খাম্বা দিয়া মুলা ঝুলাইয়া রাখবা, বিদ্যুৎ দিবা না; কোনো মতে একটা রাস্তা বানাইয়া দিয়া প্রতি বছর একবার বৃষ্টির মৌসুমে রাস্তার ছাল-বাকলা উঠবে, আবার পিচ ঢালবা, আবার উঠবে আবার ঢালবা। তাইলেই দেখবেন জনতা বলবে দৃশ্যমান উন্নয়ন ঘটেছে। ওইসব জিডিপি-ফিডিপি কী আর দেখা যায় নাকি !! আহা !! বিম্পি কত্ত ভালু !! খালি খাম্বা বসায়, পিচ ঢালে আর হাওয়া ভবনে বসে বসে হাওয়া খায় !! আম্লীগ এত্তত্তত্তত্তগুলালালালা পঁচাচাচাচাচাচা...... !! আম্লীগ খালি দেশের নানা সামাজিক সূচক বাড়ায় আর পুরস্কার পায়।

এই সব পুরস্কার দিয়ে কোন চুলটা হবে শুনি? সবশেষে বলি, দল হিসেবে আওয়ামীলীগের বিপুল পরাজয়, কিন্তু সরকার হিসেবে আওয়ামীলীগের বিপুল বিজয়। নির্বাচন সুষ্ঠু করার জন্য আওয়ামীলীগ সরকারই যথেষ্ট। কোনো তত্ত্বাবধায়কেরও দরকার নেই, কোনো সেনাবাহিবীরও দরকার নেই। সিটি নির্বাচনে সাফল্যের জন্য বিএনপিকে অভিনন্দন। তবে সেই সঙ্গে তাদের জন্য আফসোসও জানিয়ে রাখলাম তাদের তত্ত্বাবধায়ক দাবি এভাবে মাঠে মারা যাওয়ার জন্য।

আওয়ামীলীগের অপর নাম গণতন্ত্র, শেখ হাসিনার অপর নাম গণতন্ত্র। সুতরাং, গণতন্ত্র টিকিয়ে রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। এই সত্য আরো একবার প্রমাণিত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.