হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... আগামী ক'মাস আম্লীগ কি বলবে...
অনেক কষ্টে সৃষ্টে বিরোধী দলের বহু বাঁধা বিপত্তি পেরিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি। সময়ের অভাবে (আসলে হবে ইচ্ছার অভাবে) তাহাদের অতীব প্রয়োজনীয় রায় কার্যকর করে যেতে পারিনি। রায় কার্যকর করতেই হবে। এজন্য আম্লীগকে আবার ক্ষমতায় আনার বিকল্প নেই। বিম্পিকে ভোট দিলে তারা ক্ষমতায় এসে রাজাকারদের ছেড়ে দিবে।
দেশ আবার রাজাকারে ভরে উঠবে। এটা কি আপনারা চান? চান না। তাইলে আসেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবার একমাত্র উপায় আওয়ামী লীগকে আবার বিজয়ী ঘোষনা করি।
বিম্পির আওয়ামী লীগিও জবাবটা এরকম হতে পারে...
ভাইসব, আম্লীগ জামাত শিবিরের সাথে আঁতাত করে গোলাম আজমকে ফাঁসি দেয়নাই। আবার ক্ষমতায় আসার ইস্যু তৈরী করতে তারা এই রায় কার্যকর করেনি।
যতদিন বাংলাদেশে জামাত শিবির আছে, ততদিন আম্লীগের ভোট পাওয়ার ইস্যু আছে। জামাত শিবিরের বিচার আম্লীগ কোনদিনও করবেনা। বলতে পারেন জামাত শিবির বিম্পির সাথে কেন আছে। কেন আছে সেটার জবাব নাই। আম্লীগের সাথেও এককালে ছিলো।
আজ আম্লীগ সাধু। আপনারা বিম্পিকে ভোট দেন। একা বিম্পিকে সাপোর্ট দেন। সাপোর্ট যথেষ্ট পরিমানে হৈলে জামাতরে খেদায়া দিমু। ওগো ফাঁসি কার্যকর করুম।
এক টার্ম শুধু বিম্পিরে ভোট দিয়া ক্ষমতায় আসার সুযোগ দেন। জামাত আম্লীগ নামের ধর্ম আর মুক্তিযুদ্ধ বেচা দলরে এলাকা ছাড়া করুম।
মূল টার্গেট- ক্ষমতায় আসা।
এক বুজুর্গ ওয়াজ করছিলেন, কেন আমরা বলি ক্ষমতা ক্ষমতা? এটা ক্ষমতা না। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তায়ালা।
এটা হচ্ছে দ্বায়িত্ব। দেশ চালানোর জন্য মানুষের উছিলায় আল্লাহ পাক দ্বায়িত্ব দিয়েছেন সরকারকে।
কেন এভাবে ভাবতে পারিনা?
অফটপিক- কিছুদিন আগে একটা স্ট্যাটাসে লিখেছিলাম শেষ মেশ ৫ বছর পরে একবারের জন্য হলেও ক্ষমতাটা জনগনের হাতেই থাকে। আসলেই তাই।
বিম্পিকে মানুষ ধানের শীষে ভোট দিয়ে গিয়ে যেন ভুল করে এজন্য নতুন দল কিংবা প্রার্থীর আমদানী।
মার্কা-গমের শীষ।
দেখতে-ধানের শীষের মতো। অন্তত এটা একটা ছ্যাঁচড়ামি।
চোর জোচ্চুরের মত গদি আটকায়া রাখনের চেষ্টা অতীতে '৯৬ এ কিংবা '০৬ এ বিম্পিও করছে। মানুষ লাত্তি দিয়া খেদাইছিলো।
এইবার? একটু খেয়াল কৈরা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।